Yash 19 Update
দক্ষিণী সুপারস্টার তথা KGF স্টার Yash এর পরবর্তী কোন সিনেমা আসতে চলেছে এই নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ । কেজিএফ ও কেজিএফ 2 রিলিজের পর দক্ষিণী এই সুপারস্টারের জনপ্রিয়তা তুঙ্গে সারা দেশজুড়ে ।
কিন্তু KGF 2 সিনেমার ব্যাপক সাফল্যের পর Yash এর পরবর্তী সিনেমার কোন আপডেট এতদিন পাওয়া যায়নি ।
যদিও বিভিন্ন সময়ে নানারকম তথ্য উঠে এসেছিল যে, ইয়াশ হয়তো কোন হিন্দি ছবি করছেন এবং সেটা দিয়েই তিনি বলিউডে ডেবিউ করবেন ।
কিন্তু অবশেষে, জানা গেছে কানাডা সুপারস্টার ইয়াশ তার আগামী ছবি যার নাম হতে চলেছে ‘Yash 19’ তার ঘোষনা করতে চলেছে ডিসেম্বরের 8 তারিখে ।
এই ছবির পরিচালনা করবেন মালায়ালাম পরিচালক Geetu Mohandas এবং ছবিটির প্রযোজনা করবে KVN প্রোডাকশন ।
Yash Next Movie Title Announcement
গত কিছুদিন থেকেই এই ছবির বিভিন্ন তথ্য উঠে আসছিলো । অবশেষে জানা গেছে, নির্মাতারা এই ছবির মুখ্য চরিত্রের জন্য ইয়াশ এর বিপরীতে তিনজন অভিনেত্রী কে ফাইনাল করেছেন ।
যদিও কোন কোন অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন তা পুরোটাই গোপন রাখা হয়েছে । আশা করা যায় আগামী 8ই ডিসেম্বর ছবির টাইটেল ঘোষনার দিন সমস্ত অভিনেতা ও অভিনেত্রীদের নাম ও জানা যাবে ।
আরো পড়ুন,
পারিবারিক যুদ্ধে রণবীরের রক্তাক্ত ‘ অ্যানিমাল’ কি পারবে ব্লকবাস্টার হতে?
বিনা পাসপোর্টে লন্ডন যাওয়ার স্বপ্ন কি পূরণ হবে ? বাদশাহী কায়দায় ‘ডাঙ্কি’র ট্রেইলার প্রকাশ্যে
Yash Upcoming Movies
নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, কেজিএফ এর থেকেও বেশি বড় স্কেলে এই ছবিকে তৈরি করা হবে । ড্রাগ মাফিয়ার গল্প নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে যেখানে ইয়াশকে একটি নেগেটিভ চরিত্রে দেখবে দর্শক ।
জানা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi) কে দেখা যেতে পারে ইয়াশ এর বিপরীতে ।
সাই পল্লবী এমনিতেই তার অসাধারণ অভিনয়ের জন্য দর্শকের কাছে আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে।
এবারে কেজিএফ স্টারের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি কেমন হবে, তা দেখার অপেক্ষায় দর্শক ।
আরো পড়ুন,
Best Bengali Web Series 2023 {Best & Updated List} Hoichoi, Zee5, Chorki
ভূতুড়ে গল্পের আড়ালে মিডিয়ার আসল চিত্র তুলে ধরলো প্রাইম ভিডিওর এই নতুন সিরিজ