Dunki Trailer Out, Review: বিনা পাসপোর্টে লন্ডন যাওয়ার স্বপ্ন কি পূরণ হবে ? বাদশাহী কায়দায় ‘ডাঙ্কি’র ট্রেইলার প্রকাশ্যে

Priyankush Maity
3 Min Read

Dunki Trailer Out

পাঠান, জওয়ান এর পর আবারো বক্স অফিসে সুনামি নিয়ে আসতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) । তার আগামী ছবি ‘Dunki’ র আজ ট্রেইলার রিলিজ করা হয়েছে ।

Loading...

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে

  • Shahrukh Khan
  • Taapsee Pannu
  • Vicky Kaushal
  • Boman Irani
  • Dia Mirza

এই ছবির সবচেয়ে বড় ইউএসপি হলো ছবির পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) । ভাবছেন এ আবার তেমন কি ব্যাপার ? সব ছবিতেই তো কোন না পরিচালক থাকে ।
কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা । আসলে তার বক্স অফিসে পুরনো যে রেকর্ড রয়েছে তা হয়তো ভারতীয় সিনেমার ইতিহাসে খুব কম পরিচালকের ই রয়েছে ।
Munna Bhai MBBS, Lage Raho Munna Bhai কিংবা 3 Idiots, PK বা Sanju র মতো সিনেমা রয়েছে তার ঝুলিতে । যদিও এর আগে তিনি শাহরুখ খানের সঙ্গে কোন ছবিতে কাজ করেননি । স্বভাবতই নতুন কিছু আসতে চলেছে বলাই বাহুল্য ।

Dunki Trailer Review

রাজকুমার হিরানির ছবি যারা ভালোবাসেন, তারা জানেন যে তার সিনেমার মধ্যে কমেডি ব্যাপারটা যথেষ্ট পরিমাণে থাকে ।
কিন্তু এবারে তিনি নিজের প্রথাগত স্টাইল বদলে একটু ডার্ক হিউমার নিয়ে এসেছেন অন্তত ট্রেইলার দেখে তাই মনে হচ্ছে ।
ছবির গল্প শুরু হবে 1995 সালে পাঞ্জাবের Laltu নামক এক জায়গাকে কেন্দ্র করে । সেখান থেকে 5 ভারতীয় বিদেশ যাত্রাকে কেন্দ্র করেই এই ছবির গল্প ।
তৎকালীন সময়ে ভারতীয়দের বিদেশ যাত্রায় যথেষ্ট সমস্যা ছিলো । বিশেষত ইংরেজি ভাষা না জানলে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাওয়াটা ছিলো দুষ্কর ব্যাপার ।
ট্রেলার এর কিছু কিছু সংলাপ আপনার মন ছুঁয়ে যেতে পারে ।
এবারে ব্যাপার হলো, কেমন হলো এই ছবির ট্রেইলার ?
দেখুন সত্যি বলতে, Animal দেখে যাদের গাঁয়ের লোম দাড়িয়ে গেছিলো, এই ট্রেইলার দেখে তাদের ভালো নাও লাগতে পারে । কারণ, এই ছবি বাস্তব সমস্যার কথা বলে । যার ফলে Larger than life তেমন কোন দৃশ্য আপনি দেখতে পাবেন না ।

আরো পড়ুন,

ভূতুড়ে গল্পের আড়ালে মিডিয়ার আসল চিত্র তুলে ধরলো প্রাইম ভিডিওর এই নতুন সিরিজ

Sam Bahadur Review: অ্যানিমালের দাপটেও দর্শকমহলে প্রশংসিত ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’


রাজকুমার হিরানির স্টাইলই হলো ছবির গল্পকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে দর্শকের মন ছুঁয়ে যায় । সে 3 Idiots এ এডুকেশন সিস্টেম নিয়ে প্রশ্ন তোলাই হোক কিংবা মুন্নভাই ছবিতে মেডিক্যাল সিস্টেম নিয়ে কথা বলা ।

Dunki সিনেমার গল্প আলাদা হলেও রাজকুমার হিরানি সেটাকে কিভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার । তবে খারাপ কিছু যে হবেনা তা আপনি প্রেডিক্ট করে নিতেই পারেন ।

আরো পড়ুন,

প্রভাসের ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘ সালার’ এর সামনে কি উড়ে যাবে শাহরুখের ‘Dunki’ ?

Share This Article