Salaar Trailer Out: প্রভাসের ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘ সালার’ এর সামনে কি উড়ে যাবে শাহরুখের ‘Dunki’ ?

Priyankush Maity
4 Min Read

কি একটা হাইপ ছিলো তাই না!! প্রভাষ আদৌ কি ফিরতে পারবে কি না সেটা আজও অজানাই রয়ে গেল।
সেই KGF রিলিজের পর থেকেই Salaar নিয়ে ঘোষণা দিয়ে রেখেছিলেন প্রশান্ত নীল তো তখন থেকেই একটা হাইপ তৈরি হয়েছিলো। তারপর যখন KGF 2 আসলো তখন তো মানুষ পুরাই উত্তেজনায় ছিলো যে না জানি Salaar কেমন হয়।
Salaar এ যে ডার্ক থিম থাকবে এটা সবারই জানা ৮০% মানুষ এটাও ভেবে নিয়েছিল যে এটা KGF ইউনিভার্সের একটা অংশ হবে। কিছু কিছু মানুষ রিউমার ছড়িয়েছিল যে Salaar প্রশান্ত নীলের প্রথম ছবি Ugram এর অফিসিয়াল রিমেক।

Salaar Trailer Review

এই সব কিছুই এখন পরিষ্কার,
Salaar কোনোদিন ও KGF ইউনিভার্সের না, Salaar, Ugram মুভির অফিসিয়াল ঘষা মাজা সহ একটা রিমেক সিনেমা।
আর এটা এতটাই ডার্ক যে ব্রাইটনেস বাড়ালেও এর স্বচ্ছ কোনো ক্লিপ খুজে পাওয়া যাবে না।
অনেকেই বলবেন DC সিনেমা গুলোর কথা ভাই তাদের লেভেল টাই আলাদা ঐগুলার সাথে এগুলা মিলাবেন না।
KGF ডার্ক থাকলেও সেটা ইতিহাস সৃষ্টি করে চলে গেছে ঐটার কথা টেনে এনে কোনো লাভ নাই।

এখন আপনি যদি বলেন ট্রেইলারে কিছুই রিভিল করা হয়নি জাস্ট ক্যারেক্টার সম্পর্কে ধারণা দিয়েছে তাহলে আপনি ভুল।
একটা ট্রেইলার রিলিজ দেওয়ার কারণ হচ্ছে সিনেমার হাইপ তুলে ধরা। মানুষকে সিনেমা হলে আমন্ত্রণ জানানো।
অনেক বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে যেভাবে কার্ড ছাপিয়ে ইনভাইটেশন দেওয়া হয় ঠিক সেভাবেই একটা ট্রেইলার একটা সিনেমার ইনভাইটেশন কার্ডের ভূমিকা পালন করে।

KGF পার্ট টু এর ট্রেইলার দেখলেই বুঝবেন।

যায় হোক হয়তো মুভি রিলিজের আগে আরো একটা ট্রেইলার দিবে নীল। কারণ এখন Salaar টীম ও জেনে গেছে যে ট্রেইলার দিয়ে তারা সিনেমার হাইপ আরো কমিয়ে দিলো।

Salaar Vs Dunki Movie Clash

এখন আসি মূল কথায়,
Salaar রিলিজ পাচ্ছে কবে? ডিসেম্বর ২১ তারিখ আবার তার সাথে রিলিজ দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান এর Dunki মানে বুঝতেছেন??
অনেকেই হয়তো বলবেন যে এর আগে KGF এর সাথেও Zero মুভি রিলিজ দিয়েছিল Zero ধরা খাইছে KGF এর কাছে ভাই তখন শাহরুখ খান তার রিসেন্ট পিক টাইমে ছিলো না এই বছর তার ক্যারিয়ার বেস্ট সময় পার করছে। পর পর দুইটা ছবি ব্লকবাস্টার সাথে ২৫০০ হাজার কোটি কালেকশন দিয়েছে।
তো হল মালিকরা সবার আগে Dunki নিবে হয়তো প্রথম সপ্তাহের পর রিভিউ আর পাবলিক রেসপন্স ভালো আসলে Salaar এর শো বাড়তে পারে সে ক্ষেত্রে শাহরুখ এর Dunki ফ্লপ খেতে হবে। Dunki কার মুভি সেটা জানেন তো??
রাজকুমার হিরানি সাহেবের যার উপর ইন্ডিয়ান দর্শক চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে।
সেই মুভি ফ্লপ যাবে সেটা কল্পনায়ও ভাবা ভুল হবে।

আরো পড়ুন, 

Animal Movie Review: কেমন হলো রণবীর কাপুরের অ্যানিমাল? ব্লকবাস্টার নাকি ফ্লপ ? দেখার আগে জেনে নিন সব

The Village Review – খুনি গ্রামের ভয়ংকর গল্প, একা না দেখাই ভালো !

ওভার অল বলতে গেলে কালকে ট্রেইলার রিলিজের পর থেকে মানুষের এক্সপেক্টেশন একদমই কমে গেছে আপনি বাংলাদেশে বসে সারাদিন ঝগড়া করেও ইন্ডিয়ায় এর প্রভাব পরিবর্তন করতে পারবেন না।
কারণ Dunki বা Salaar কোনোটাই বাংলাদেশে মুক্তি পাবে না তার কারণ পর পর কয়েকটা সিনেমা বাংলাদেশে এসেছে। আর এখন চলছে অ্যানিমাল তার উপর নির্বাচনের একদম কাছাকাছি সময়ে সিনেমা মুক্তি দিবে না হল মালিকরা।
এটা কনফার্ম থাকেন দুইটার একটাও আসবে না বাংলাদেশে যদি আসে তাইলে Dunki সাথে কেউই পাত্তা পাবে না।

তাই ধরে নেন শাহরুখ এর রিসেন্ট ফর্ম তার উপর রাজকুমার হিরানির Sanju সিনেমার পরে প্রথম সিনেমা লম্বা ব্রেক দিয়ে শাহরুখ কে নিয়ে কামব্যাক।
এটাও একটা ইতিহাস হয়ে থাকবে।
Salaar টীম অতিরিক্ত আত্মবিশ্বাসী না হলে এই সিদ্ধান্ত কখনোই নিত না যে Dunki সাথে Salaar রিলিজ দেওয়া।
ট্রেইলার দেখে মনে হয়েছে তারা আসলে Dunki কালেকশন কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিনেমা কোনো ভাবেই Dunkir সামনে টিকবে না।


আরো পড়ুন, 

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি রিভিউ

দীর্ঘ 6 বছরের বিবাদ কাটিয়ে আবার একসঙ্গে কপিল – সুনীল কমেডি শো

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.