Animal Review
অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যানিমাল ‘Animal’ । পাঠান কিংবা জওয়ান ছাড়া চলতি বছরে কোন সিনেমা নিয়ে এত উত্তেজনা দেখা যায়নি দর্শক মহলে। বিশেষত এই ছবির গান ‘Sat Ranga’ কিংবা সোনু নিগমের গলায় ‘Papa’ তোলপাড় করে দিয়েছে ইউটিউব ভিউজ ।
তো, চলুন কেমন হলো রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ‘ অ্যানিমাল ‘ ।
Animal Cast
- Ranbir Kapoor
- Rashmika Mandanna
- Anil Kapoor
- Shakti Kapoor
অ্যানিমাল হলো একটি স্টেরয়েডের উপর সম্পূর্ণ পারিবারিক ছবি । একজন সর্বশ্রেষ্ঠ ছেলে যে তার বাবাকে রক্ষা করতে অকল্পনীয় মাত্রা অব্দি যায় ।
প্রথমেই পরিচালক Sandeep Reddy Vanga কে ধন্যবাদ দেওয়া উচিত এরকম একটি ভিশনারি সাবজেক্ট এ ছবি বানানোর জন্য । ছবিটি 3 ঘণ্টা 20 মিনিট রানিং টাইম । এত লম্বা ছবি হলেও আপনি কখনোই বোর ফিল করবেন না । কারণ, প্রতিটি দৃশ্য যেভাবে ডিজাইন করা হয়েছে আপনি জাস্ট স্ক্রিন থেকে চোখ ফেরাতে পারবেন না ।
Animal Review In Bengali
সিনেমার First Half এ আপনি কিছুটা কবীর সিং কিংবা সন্দীপ রেড্ডির ফিল পেতেই পারেন । কিন্তু এই ছবির মূল ইউএস পি হলো এর পুরো কমার্শিয়াল Massy treatment । ছবির শুরুতে রণবীর কাপুরের এন্ট্রি সিন বলুন কিংবা
বিয়ার্ড লুকে তার প্রেজেন্টেশন পুরো থিয়েটারে শোরগোল মাতিয়ে দেবে ।
201 মিনিট। তিন ঘন্টা একুশ মিনিট। Animal-এর রানটাইম। সিনেমাতে। যদি আরো আধঘণ্টা বেড়ে যেত, যদি হতো 240ও, অর্থাৎ চার ঘণ্টা ধরে চলতো সিনেমাটা একনাগাড়ে,তাতেও ক্ষতি ছিল না কিছু। এত তীব্র,এত জটিল, এত মারাত্মক কমার্শিয়াল সিনেমা বহু বহু ব-হু কাল পর প্রত্যক্ষ করলাম।
খুব শিগগিরই এ ছবি নিয়ে ফেসবুকে ঝড় উঠতে চলেছে। বাক বিতণ্ডায় ছয়লাপ হতে চলেছে ফেসবুক-পোস্টের পর পোস্ট। হ্যাঁ, সেসব স্বাভাবিকও। এ সিনেমায় এমন কিছু দেখানো হয়েছে যেগুলো কোনো মতেই মরাল সাপোর্ট করে না। অস্বস্তি হয় প্রচন্ড রকমের। সিনেমার গল্প এতটুকুও মানবিক নয়। পরিবেশন-ভঙ্গিমা সুকুমার নয়। আর সিনেমার বক্তব্য?একেবারেই সঠিক নয়। Then again, the title is ANIMAL. শিরোনাম দেখেই বোঝা উচিত যে এটা জান্তব অভিব্যক্তির প্রকাশ। এবং এক্কেবারে সেটাই। সেইটাই হলো সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই Animal চলচ্চিত্রটি।
Independence Day তেই মুক্তি পাবে War 2, উচ্ছসিত হৃত্বিক ভক্তরা
এ চলচ্চিত্রে প্রত্যেকে দাপটের সাথে সেরা অভিনয় দিয়ে গেছেন। রশ্মিকা মদন্না, অনিল কাপুর, তৃপ্তি দিমরি , সৌরভ সচদেভা আর… আর রণবীর কাপুর এবং ববি দেওল। এই শেষোক্ত দুজন সত্যিই জন্তু। পশু। ইতর। the very Animal. রণবীর সম্ভবত ভারতবর্ষের বাণিজ্যিক ছবির শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন। ববি দেওল অন্তর্ভুক্ত হলেন সবচাইতে ভয়ঙ্কর খলনায়কদের লীগে।
যান যান…দেখে আসুন প্লিজ। ফিরে এসে ফেসবুকে, পত্র পত্রিকায় প্রশস্তি বা খিস্তিতে ভরিয়ে দিন পাতার পর পাতা। কিন্তু দেখে আসুন। তবে হ্যাঁ, প্রেক্ষাগৃহে প্রবেশের পূর্বে নিজের ফুল্ল কুসুমিত মনকে বাইরে রেখে দেবেন। নয়ত সহ্য হবে না।
Animal is complete carnal, complete bizzare, complete madness, complete animalistic.
এক নম্বর কেটে নিলাম শক্তি কাপুরের দুর্বল চরিত্রায়নের জন্য।
ও হ্যাঁ, end credit অবশ্যই দেখবেন। চমক আছে।
- Subho Maha Navami Wishes In Bengali বাংলায় দূর্গাপূজাকে নিয়ে একটা প্রবাদ আছে যে, পূজো আসছে আসছে ফিলিংটাই ভালো। দেখতে […]
- Subho Maha Navami Images In Bengali ওরে নবমী নিশি, না হইয়ো অবসান । বাঙালির বারো মাসে তেরো পার্বন, আর […]
- শুভ মহা নবমীর শুভেচ্ছা বার্তা, ছবি এলো এলো দুগ্গা এলো…মোনালি ঠাকুরের এই গানের মতোই যেন প্রতিটি বাঙালির মন প্রাণ […]