The Village Web Series Review
▫️দ্য ভিলেজ – ইন্ডিয়ার প্রথম কোনো গ্রাফিক নভেলের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন কেমন ছিল!
▫️অ্যামাজন প্রাইম ভিডিওতে (Amazon Prime Video) রিলিজ হওয়া ৬ এপিসোডের হরর, মিস্ট্রি-থ্রিলার (Thriller) সিরিজটি শামিক দাশগুপ্তের ২০১৮ সালে প্রকাশিত একই নামের গ্রাফিক নভেলের উপর বেসড্। এই সিরিজের কাহিনী সংক্ষেপ হলো: এক ডক্টর ফ্যামিলিসহ কোথাও যাওয়ার সময় ট্রাফিকের কবলে পড়ে নিরুপায় হয়ে এক পরিত্যক্ত গ্রামের ভিতর দিয়ে শর্টকার্ট নেওয়ার চেষ্টা করে।গ্রামের মাঝপথে তাদের গাড়ি খারাপ হলে গাড়িতে তার স্ত্রী ও মেয়েকে রেখে হেল্প চাইতে যায়। পাশের গ্রাম থেকে তিনজনকে কোনরকম কনভিন্স করিয়ে সেই যায়গায় ফিরে এসে দেখে গাড়িসহ তার বউ-বাচ্চা গায়েব। সেই চারজন মিলে তাদের খুঁজতে বের হয়ে আবিষ্কার করে কাট্টিয়াল গ্রামের ভয়ানক পরিবেশ আর অতীতের কিছু রহস্য!
- Arya
- Divya Pillai
- Arjun Chidambaram
- Aadukalam Naren
- Pooja Ramachandran
- Kalairani
- John Kokken
- George Maryan
Rating – 5.5/10
▫️টেরিফিক ফার্স্ট লুক আর ট্রেইলার, লোকমুখে গ্রাফিক নভেল এর সুনাম শুনেই সিরিজটি দেখার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু নির্মাতারা যে সেই এক্সপেক্টেশনের উপর এভাবে জল ঢেলে দিবে ভাবতেও পারিনি। প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখে প্রথমে ভেবেছিলাম সাউথ ইন্ডাস্ট্রি হতে আরো একটি ভালো কন্টেন্ট আসতে চলেছে, আর তাছাড়া মোস্ট অব দ্য অডিয়েন্সের কাছে সাউথ ইন্ডাস্ট্রি তাদের ভালো মানের কন্টেন্ট দিয়ে অনেক আস্থা অর্জন করেছে তার উপর অনেক পপুলার একটি গ্রাফিক নভেলের অ্যাডাপ্টেশন! ঠিক যে যে বিষয়ে সিরিজটি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে:
দি ভিলেজ ওয়েব সিরিজ রিভিউ
•কয়েক এপিসোড পর গল্পের ধারাবাহিকতা আর স্ক্রীনপ্লে ঠিক নেই! প্রতি দশ মিনিটে প্রায় দুই-তিন স্টোরিলাইন দেখানো হয় আর কোনো একটি গল্পের প্রপার বিল্ড-আপ ছাড়াই হুট করে আরেকটি গল্পে ঢুকে পড়ে। এতে করে দর্শকদের ইন্টারেস্ট আর ফোকাস কোনোটিই জমিয়ে রাখা যায়না!
•ভালো ক্যারেক্টারাইজেশন নেই! কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালি কানেক্ট বা বন্ডিং কিছুই হয়না। কারো বাঁচা-মরাতে অডিয়েন্স কিছু ফিল করতে পারেনা।
•ট্রেইলার বা ফার্স্ট লুকের তুলনায় সিরিজের সিজিআই অনেক বাজে, একদমই নোটিসেবল সিজিআই। শেষের দিকে একটি সুনামির দৃশ্য দেখানো হয়েছে, ঐ দৃশ্যটির সিজিআই এতটাই জঘন্য লেগেছে যে আদিপুরুষের সাথে তুলনা করলেও ভূল হবেনা।
•প্রথম দিকে হরর দৃশ্যগুলো অনেক ভায়োলেন্ট আর ভয়ানক লাগলেও পরে গিয়ে তা অনেক ফোর্সড্ ফিল হয়। আর যখন সুপারন্যাচারাল মিস্ট্রি থেকে পর্দা সরানো হয় তখন থ্রিলিং বা হরর এর চেয়ে উল্টো হাসি পায়। মূলত এই মিস্ট্রি রিভিলই ছিল সিরিজের সবচেয়ে স্ট্রং আর ইন্টারেস্টিং পয়েন্ট, অথচ সেই বিষয়টি এমন বাজেভাবে এক্সিকিউট করা হয়েছে দেখে অনেক ক্রিঞ্জ লাগে এবং হাসি চলে আসে। আর কাট্টিয়াল গ্রামের ব্যাকস্টোরিটি মোটেও কনভিন্সিং নয় (যদি নভেলেও একই ব্যাকস্টোরি থাকে তাহলে বলব খুবই দূর্বল ব্যাকস্টোরি রাখা হয়েছে)। একদমই টিপিক্যাল তামিল মুভির ভাইব আসে।
The Village Web Series Release Date
24 November 2023
•সংলাপগুলোর রাইটিং অনেক বাজে, বলতে গেলে এফোর্টলেস রাইটিং। ডায়ালগগুলোকে বারবার রিপিট করা হয়, যা শুনতে শুনতে একসময় বিরক্ত লাগে। স্ক্রিনপ্লে তো অনেক দূর্বল সেটা আগেও বলেছি।
আরো পড়ুন, ১ লা ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’
Independence Day তেই মুক্তি পাবে War 2, উচ্ছসিত হৃত্বিক ভক্তরা
আতকে ওঠার মতো ‘কান্তারা 2’ র ফার্স্ট লুক আউট
•যদি এন্ডিং বা ফিনালের কথা বলি তাহলে বলব প্রথম সিজনেই স্টোরি কমপ্লিট না করে খামোখাই দ্বিতীয় সিজনের জন্য পথ খোলা রাখা হয়েছে। প্রথম সিজনে যে বাজে এক্সপেরিয়েন্স ছিল তার উপর ভর করে বলতে পারি, দ্বিতীয় সিজনের কোনো প্রয়োজন নেই!
▫️তবে অল্পকিছু বিষয়ক পজিটিভ পয়েন্ট হিসেবে ধরা যায় যেমন: এপিসোডগুলোর দৈর্ঘ্য খুবই কম, প্রত্যেকটা এপিসোড ৩৫-৪০ মিনিট করে। যার কারণে পুরো সিরিজ শেষ করতে বেশি সময় ব্যয় করতে হয়না।
•সিজিআই খারাপ হলেও মেক-আপ এর ক্ষেত্রে অনেক ভালো করেছে, জম্বি টাইপের মানুষগুলোর মেক-আপ ভয়ঙ্কর সুন্দর হয়েছে। ওদের মেক-আপ দেখে ‘দ্য লাস্ট অব আস’ সিরিজের ইনফেক্টেড এর কথা মনে পড়তে পারে।
•সাউন্ডট্র্যাক বা বিজিএম ভালো ছিল। প্রথম তিন এপিসোড মোটামুটি ভালোই ছিল, এর পর থেকে স্টোরি এলোপাতাড়ি চলতে থাকে। এর চেয়ে বেশি পজিটিভ কিছু আমার চোখে পড়েনি। সো, কাউকে রেকমেন্ড করবোনা দেখার জন্য কারণ এতে টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু হবে বলে মনে হয় না!
▪️Series: The Village (2023)
▪️Director: Milind Rau
▪️Genre: Horror, Thriller
▪️Cast: Arya, George Maryan, Divya Pillai etc.
▪️Language: Tamil (Hindi dubbing available)