Kantara 2 Poster
Kantara A Legend Chapter-1
শুধু মাত্র পোস্টার লুকেই কাপিয়ে দিছে কান্তারা এ লিজেন্ড ফাস্ট চ্যাপ্টার 1 দিয়ে ইউটিউব প্লাস সোশ্যাল মিডিয়ায়এক লুকেই যদি এত প্রশংসা হয়।তাহলে টিজার ট্রেইলার কি হবে কে জানে।দেখা যাক।
৩ ঘন্টায় ২.৪ মিলিয়ন ভিউ,৩৩২ কে লাইক আর ৮৯৮৭ টা কমেন্ট এখনো তো টিজার ট্রেইলার সহ অনেক হিসাব বাকি।
কান্তারার ১৬ কোটি বাজেটের ৪৫০ কোটির উপরে গ্লোবালি কালেকশন করে যে সমালোচনায় পড়েছিল।আশা করি এটা দিয়ে তার ২ গুন আলোচিত হবে। বাংলা হিন্দি সহ সাউথের ৪ টা ভাষাতেই মুক্তি পাবে ২৪ সালে।
Kantara A Legend Chapter 1 Release Date
September 2024
ভূতাকোলা” র নাম শুনেছেন? হয়তো অনেকে নাম শুনলেও বিষয়টি নিয়ে জানতেন না…অন্তত এই ফিল্মটি চাক্ষুষ করার আগে। ভূতাকোলা হল কর্ণাটকের দুই উপকূলীয় জেলা তুলুনাড়ুর এবং মালেনাডুর কিছু অংশ থেকে আত্মা উপাসনার একটি অ্যানিমিস্ট রূপ। বরাহ অবতারের রূপে নাচের মাধ্যমে এই “দৈব” প্রেতাত্মাকে আহ্বান জানানো হয়। ভূতাকোলার পোশাকের সঙ্গে কেরালার ঐতিহ্যবাহী নাচ কথাকলির মিল অনেকে হয়তো পেতেও পারেন, যদিও এখানে নাচের উদ্দেশ্য ও ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা। বলাবাহুল্য, নৃত্যটি অত্যন্ত স্টাইলাইজড। এবং তুলুভাষী জনগোষ্ঠীর মানুষদের হাত দিয়ে পূজা অর্পণের পর, স্থানীয় দেবতাদের সম্মানে এই নাচ অনুষ্ঠিত হয়।
মানুষের বিশ্বাস, নাচের সময়ই নৃত্যরত শিল্পীকে অপদেবতা ভর করে…
Kantara 2 First Look Poster
…মানুষের মতো শরীর…মাথাটা ভয়ঙ্করদর্শন বরাহ’র… তিনিই ত্রাণকর্তা, আবার তিনিই প্রেতাত্মা। আমাদের শহুরে চোখে যিনি কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ মানুষের অপদেবতা— তিনিই আসলে তাদের কাছে বরাভয় দেবতার প্রতিরূপ।
KLC-1 প্রডাকশনে আছে কেজিএফ ফিল্ম সিরিজ খ্যাত প্রডাকশন হম্বল ফিল্মস।
নির্মাতায় আছেন রিশাভ শেট্টি নিজেই। কিন্তু দিনশেষে সবার একটাই আক্ষেপ যে হিরো অন্য কেউ হলে বেশ হতো।ব্যাপার না কন্নড় ইন্ডাস্ট্রি এভাবে এগিয়ে আসুক এটাই প্রত্যাশা। সবকিছুর মাঝে আরো একটি আনন্দের ব্যাপার হলো Kanatara A Legend Chapter-1 এবারে বাংলা ভাষাতে ও রিলিজ হচ্ছে ।
ভাল কিছুর অপেক্ষায় রইলাম।
আরো পড়ুন, Parambrata Chatterjee Wedding: অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত
রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ কি কি কারণে Box Office এ ফ্লপ করতে পারে?