Animal Vs Sam Bahadur Clash: বক্স অফিসে ‘অ্যানিমালের’ সামনে ধোপে টিকছে না Vicky র ‘শ্যাম বাহাদুর’

Priyankush Maity
3 Min Read

Animal Vs Sam Bahadur Clash Box Office

আগামী ১লা ডিসেম্বর বিশ্বব্যাপী থিয়েটারে মুক্তি পাবে বলিউড ইন্ডাস্ট্রির ২টি সিনেমা। মুখোমুখি ক্ল্যাশ করবে সিনেমাগুলো।

Ranbir Kapoor’s Animal

Loading...

🔰Animal :- গুলশান কুমার এবং টি সিরিজ নিবেদিত এই সিনেমার মূল চরিত্রে সুপারস্টার রণবীর কাপুর অভিনয় করেছেন। তার বিপরীতে নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখা যাবে। সিনেমায় নেগেটিভ চরিত্রে ববি দেওল ও রণবীরের পিতার চরিত্রে অনীল কাপুর অভিনয় করেছেন। এছাড়াও সিনেমায় তৃপ্তি ডিমরিকে দেখা যাবে। সিনেমাটি প্রযোজনা করেছে ভূষণ কুমার, কৃষাণ কুমার, মুরাদ খেতানি ও প্রণয় রেড্ডি ভাঙ্গা। সিনেমার স্টোরি লিখেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। স্ক্রিপ্ট এবং ডায়ালগ লিখেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং সৌরভ গুপ্তা। অ্যাকশন থ্রিলার জনরার সিনেমাটি পরিচালনা করেছেন অর্জুন রেড্ডি ও কবীর সিং খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমাটি ১লা ডিসেম্বর হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। T-Series Films, Cine 1 Studios, Bhadrakali Pictures এর ব্যানার ও প্রোডাক্টশনে নির্মিত হয়েছে। সিনেমার টিজার, ফার্স্ট লুক, ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই সবকিছু ব্যাপক সাড়া ফেলেছে অডিয়েন্স ও সমালোচকদের মাঝে। সিনেমাটি বক্স অফিসে কেমন ব্যবসা করবে তা মুক্তির পরপরই জানা যাবে।

Vicky Kaushal’s Sam Bahadur

🔰Sam Bahadur :- RSVP নিবেদিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এছাড়াও ফাতেমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং মোহাম্মদ জিসান আইয়ুব অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা। সিনেমার স্টোরি, স্ক্রিনপ্লে ও ডায়ালগ তৈরি করেছেন মেঘনা গুলজার, শান্তনু শ্রীবাস্তব এবং ভবানী আইয়ার। বায়োগ্রাফিক্যাল ওয়ার ড্রামা সিনেমাটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। তিনি এর আগে Talvar, Raazi, Chhappak সিনেমা পরিচালনা করেছেন। RSVP Movies এর ব্যানার ও প্রোডাক্টশনে নির্মিত এই সিনেমাটি ১লা ডিসেম্বর হিন্দি ভাষায় মুক্তি পাবে। সিনেমার টিজার, ট্রেলার, ফার্স্ট লুক এবং গান ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলবে তা মুক্তির পরপরই জানা যাবে।

আরো পড়ুন, ১ লা ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’

আতকে ওঠার মতো ‘কান্তারা 2’ র ফার্স্ট লুক আউট

The Village Review – খুনি গ্রামের ভয়ংকর গল্প, একা না দেখাই ভালো !

Animal Releasing 1st December, 2023 🔥
Sam Bahadur In Theatres 1st December, 2023 ✨

দর্শকদের মধ্যে কিন্তু Animal নিয়ে তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে । যদিও Sam Bahadur ট্রেলার রিলিজের পর হাইপ তুলেছিলো। কিন্তু এনিম্যাল এর গান কিংবা রণবীর, ববির ভয়ঙ্কর অভিনয় সবার নজর কেড়ে নিয়েছে ।

অনেক বলিউড এক্সপার্টদের ধারনা Ranbir Kapoor এর এই ছবি ওপেনিং ডে তে 100 কোটির কালেকশন ও আনতে পারে । ভারত কিংবা Globally দর্শকদের মধ্যে এনিম্যাল নিয়ে আগ্রহ প্রচুর । কিন্তু সেই নিরিখে Sam Bahadur নিয়ে আলোচনা কম । যদিও অনেকেই ধারণা করছেন, শুরুতে Vicky Kaushal এর এই ছবি ধীর গতিতে চললেও পরবর্তীতে দর্শকদের ভালো লাগলে Box Office ভালো ব্যাবসা করবে ।

Share This Article