Alada Alada Lyrics by Anupam Roy
Alada Alada is a Popular Bengali song sung by Iman Chakraborty from ‘Ardhanhini‘ movie. Music written & composed by Anupam Roy.
সাম্প্রতিক সময়ে Anupam Roy ও তার প্রাক্তন স্ত্রী Piya Chakraborty র বিবাহ বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে অভিনেতা Parambarata Chatterjee র সঙ্গে তার বিয়ের পর ‘আলাদা আলাদা’ গানটি ব্যাপক ট্রেন্ড এ রয়েছে । সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চে উঠে আসছে এই গানের লাইন । অনুপম রায়ের হৃদয়ের তীব্র তীব্র যন্ত্রণার শরিক হতে আপনার জন্য রইলো এই গানের লাইন ….
Alada Alada Lyrics In Bengali
আলাদা আলাদা সব
আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই…
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
অনেক নীচে জল
সেখানে একফালি চাঁদ ভাসছে
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে?
বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
Alada Alada Lyrics In English
Ami abar klanto pothochari,
Ei katar mukut lage bhari.
Geche jibon dudike dujonari,
Mene nileo ki mene nite pari?
Chute giyeo jeno hater nagale na pai,
Ebhabe herey jai, jei ghure takai,
Kemon jeno alada alada sob.
Alga theke tai, khose porechi pray,
Kemon jeno alada alada sob.
Kuwasha bheja namche siri,
Onek niche jol.
Sekhane ekphali chand bhasche,
korche tolomol.
Take bachabo bole, jole nemeo
Bachate pari na.
Ebhabe herey jai, jei ghure takai,
Kemon jeno alada alada sob.
Alga theke tai, khose porechi pray,
Kemon jeno alada alada sob.
Kichuta giyei dariye pori,
Ki eshechi phele?
Borofe dhekeche shojya amar,
Kokhon obohele!
Kibhabe bodle gelo chawapawa
Bujhte parina,
Ebhabe herey jai, jei ghure takai,
Kemon jeno alada alada sob.
Alga theke tai, khose porechi pray,
Kemon jeno alada alada sob.
Ami Abar Klanto Pothochari Lyrics
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত
Amake Amar Moto Thakte Dao Lyrics