Parambrata Chatterjee Wedding
বিয়ে করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় । যাহ ! এতে আর নতুন কি ? ব্যাপারটা হলো ব্যাচেলর তকমা ঝেড়ে ফেলে বিয়ে করলেন পরম । দীর্ঘদিনের প্রেমের জল্পনাকে আজ বিয়ে করে মান্যতা দিলেন তিনি ।
দীর্ঘদিন থেকেই বিভিন্ন মাধ্যমে তার বিয়ে নিয়ে নানারকম কানাঘুষো হচ্ছিলো । সমাজকর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমনটাই শোনা যাচ্ছিলো । যদিও বারংবার দুজনেই এই সম্পর্ককে অস্বীকার করেছেন ।
কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা হলেও ঘটে সেই কথাটা যেন আবার সত্যি হলো ।
Parambrata Chatterjee Marriage News
এবারে প্রশ্ন হলো Parambrata Chatterjee কে তো সবাই চেনেন কিন্তু কে এই Piya Chakraborty?
গত কয়েকদিনে এই নামটি অনেকেই শুনেছেন ?
পিয়া চক্রবর্তী হলেন গায়ক অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী ।
কয়েকমাস আগেই অনুপমের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় । এই কথা অনুপম নিজের Instagram পোস্টে জানিয়েছিলেন । এই খবর ছড়িয়ে পড়তেই অনুপমের ভক্তদের মধ্যে দেখা যায় নানা কু মন্তব্য ।
Piya Chakraborty Parambrata Chatterjee
এবারে, পিয়া দেরি না করে আবার দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায় এর সঙ্গে ।
আজ রেজিস্ট্রি বিয়ে করার পর দুজনেই নিজেদের সামাজিক মাধ্যম থেকে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন ।
জানা যায়, শুধুমাত্র 30 জন পরিবার ও বন্ধুদের নিয়েই এই বিয়ে সম্পন্ন হয়েছে । বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক অরিত্র সেন । বিয়ের মেনুতে ছিলো ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, মিষ্টি ।
বিয়ের পর সাংবাদিক সন্মেলনে পরমব্রত জানান, ‘ আমার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে, ব্যাস এটুকুই ‘।
যদিও অনুপম রায়ের পক্ষ থেকে এখনো অব্দি কোন মন্তব্য আসেনি ।
আরো পড়ুন, Alia Bhatt Deepfake Video: বোল্ড পোশাকে নোংরা ইঙ্গিতপূর্ণ ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট
সুখী দাম্পত্যের গল্পে আবারো সিরিয়াল ইমেজে ঈশা, সৌরভ
রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ কি কি কারণে Box Office এ ফ্লপ করতে পারে?