অন্তরমহল অর্থাৎ গৃহের একেবারে অন্তরালে থাকা বিষয় যা একান্ত ব্যক্তিগত বিষয় তাই। বলাই বাহুল্য অন্তরমহল নামেই ইঙ্গিত আছে এটি আদ্যপান্তে একটি ড্রামা সিরিজ। এইবার এই ড্রামা কতোটা বিরিয়ানীর গন্ধ ছড়ালো বা বাসি ভাতে পোড়া লাগিয়ে খতম হয়ে গেল সেটাই বলার কথা
Antormahal Web Series Review Hoichoi
অন্তরমহল অর্থাৎ গৃহের একেবারে অন্তরালে থাকা বিষয় যা একান্ত ব্যক্তিগত বিষয় তাই। বলাই বাহুল্য অন্তরমহল নামেই ইঙ্গিত আছে এটি আদ্যপান্তে একটি ড্রামা সিরিজ। এইবার এই ড্রামা কতোটা বিরিয়ানীর গন্ধ ছড়ালো বা বাসি ভাতে পোড়া লাগিয়ে খতম হয়ে গেল সেটাই বলার কথা। সব বলছি, তার আগে একটু দুষ্টু মিষ্টি স্পয়লার ফ্রি গল্পের ইঙ্গিত দিই।
গল্প শুরু হয়েছে রীতি ও ইন্দ্রের সুখী দাম্পত্যের ছবি দেখিয়ে। স্বামী স্ত্রী দুজনই চাকরী ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সুখী। তাদের সর্ম্পক যখন সব ঠিক পথে চলছিল ঠিক সেই সময় ভিমরুলের মতো আত্মীয়রা এদের মাঝে ঢুকে পরে (মানে আমাদের সকলেরই এমন না চাইতে পাওয়া শুভানুধ্যায়ী আত্মীয়দের কম বেশি অভিজ্ঞতা আছে ঠিক তেমনটা)। এই অতন্ত খারাপ জাতের ভাইরাস মানে আত্মীয়দের ছোঁয়ায় দুই পক্ষের মা বাবাও আক্রান্ত হয়ে যায় ফলে সবার চাপে গ্যাস খেয়ে যায় রীতি ও ইন্দ্র । এদের সবার একটাই দাবী বাচ্চা চাই, বাচ্চা হচ্ছে না কেন। এরই মধ্যে রীতি কর্মসূত্রে বাইরে যায় এবং সেখানে তারাহুরোয় অসাবধানতাবশত পরে যায় । যার ফলে পাঁচ বছর চেষ্টা করেও যখন এই দম্পতি সন্তান ধারণে ব্যার্থ হয় তখন সব দোষ নন্দ ঘোষ অর্থাৎ রীতির উপর এসে পরে। ভারতীয় সমাজের এ এক চরম দিক। এই পুরুষ প্রধান সমাজ মেয়েদের উপর সব দোষ সব দায় চাপিয়ে মানসিক শান্তি পায় । এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না । প্রথম দিকে রীতি সব মুখ বুজে সহ্য করে নেয়। কিন্তু একেরপর এক ডাক্তারি পরীক্ষা, পূজপাট এবং আত্মীয় স্বজনদের হূলবিদ্ধ হতে হতে একসময় সে ঘুরে দাঁড়ায়। রীতি চায় ইন্দ্রও এইবার তার পরীক্ষা করাক।কারন সন্তান ধারণের ব্যার্থতার দায় তার একার নয়, তার সমান দায় তার স্বামীর উপরও বর্তায়। কিন্তু ইন্দ্র পরীক্ষা করাতে অস্বীকার করে । কারন চিরাচরিত পুরুষতান্ত্রিক চিন্তাধারা অর্থাৎ ইন্দ্রের মেল ইগো এতে অপমানিত বোধ করে । অবশেষে তাদের মধ্যে এই ইগোর লড়াই সম্পর্কের ভাঙন ডেকে আনে। এই টানাপোড়েন এর গল্পই হলো অন্তরমহল।
Antormahal Web Series Cast
- Saurav Das
- Ishaa Saha
- Swastika Dutta
- Rita Dutta Chakraborty
- Sreetama Roychowdhury
এইবার প্রশ্ন হলো কেমন হয়েছে আর আমার কেমন লেগেছে। উত্তরে বলি আপনি যদি আমার মতো অতি মাত্রায় সায়েন্ ফিকশন বা হলিউড এর ফ্যান হন, বা আ্যকশা্ন – ক্রাইম পছন্দ করেন তবে অবশ্যই এই সিরিজ আপনাকে ঘুম পারিয়ে দেবে । কারন সিরিজটি চালিয়ে সত্যি বলছি দ্বিতীয় এপিসোড চলাকালে আমি ঘুমিয়ে পরেছিলাম, ঘুম ভাঙে প্রায় তৃতীয় এপিসোড যখন টাটা করছে তখন। কিন্তু গল্পের গতি ও মতি তখনও একই জায়গায় দাঁড়িয়ে ছিল, এর থেকে বুঝে নিন গল্পের গতিবেগ কেমন। এইবার যদি আপনি ফ্যামিলি ড্রামা পছন্দ করেন বা বিষয়গত দিক দিয়ে একাত্ত্ব অনুভব করেন তবে এই সিরিজ টি আপনার ভালো লাগার খাতায় নাম লেখাতেও পারে। আমার ব্যক্তিগত ভাবে অতিরিক্ত ধীর গতির প্রেডিক্টেব্যল ড্রামা লেগেছে এবং পছন্দ হয়নি।
Antarmahal Web Series Story
সৌরভ দাস ও ইশা সাহা দুজনেই ভালো অভিনেতা অভিনেত্রী। কিন্তু আমার ব্যাক্তিগত মত ইশা সাহা একটু বেশি মাত্রায় ভালো অভিনয় করেছেন , সেই তুলনায় সৌরভকে অনেক ক্ষেত্রে কেমন ন্যাকা অতিনাটকীয় লাগে। বাকি পার্শ্ব চরিত্রদের মধ্যে রীতা দত্ত চক্রবর্তী বরাবরের মতন যথাযথ, নতুনদের মধ্যে অর্পন ঘোষাল ও স্বস্তিকা দত্ত নজর কাড়ে। বাকি ক্যামেরার কাজ মধ্যম মানের। গল্পের বিষয়ে নতুনত্ব নেই ঠিকই কিন্তু বিষয়টি অবশ্যই বাস্তব এবং তা অস্বীকার করা যায় না। কিন্তু বুননের গতি অতি মাত্রায় ধীর ফলে অনেক ক্ষেত্রেই একঘেয়েমি আসতে বাধ্য। এ ক্ষেত্রে সংলাপ ভৌমিকের এডিটিং এর গুনগত মানও ভালো লাগে নি।
সিরিজটির এটি প্রথম সিজিন। তবে পরের সিজিন না আসলেও আপনি সহজেই বুঝে যাবেন পরবর্তী গল্প কোন পথে এগোবে। তাই আমার মতে আপনার যদি সাস্- বহু মার্কা গল্প প্রিয় হয় বা ইশা সাহা ‘দিল কে ক্যরিব’ হন তবেই এই সিরিজটি দেখতে পারেন, না হলে ইগনোর করে দিন।
পুনশ্চ :
অবশেষে একজন হ্যাপিলি আনমেরেড মানুষ মানে আমার তরফ থেকে প্রিয় পাঠক বন্ধুদের যারা সবে দাম্পত্ব্য জীবনে প্রবেশ করেছেন বা জীবনে দুজন থেকে তিন জন হওয়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্য বলি পথ চলতে যখন দুজন একসাথে শুরু করেছেন তখন সামনে ভালো মন্দ যাই আসুক পরস্পরের পাশে সব সময় থাকুন, ভালোবাসার সম্পর্কে ইগোকে এনে LEGO খেলবেন না। সব চড়াই উৎরাই এর শেষে দেখবেন আপনাদের ভালোবাসা জিতে গেছে, আপনারা জিতে গেছেন । শেষ কটা কথা অবান্তর লাগলে ক্ষমা করে দেবেন। আসলে আমার মতে চলচ্চিত্র সমাজের গুরুত্বপূর্ণ দর্পণ। তাই সেই দর্পণে এমন বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠলে তা নিয়ে আলোচনা প্রয়োজনীয় বলেই আমার মনে হয়।
আজ এই পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন।
ধন্যবাদ।।
Antormahal Web Series Watch Online
Platform – Hoichoi
আরো পড়ুন,
Manush Movie Review, Cast, Story