Tata কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Electric Car । Tata Punch EV, দাম কত ? কেমন হবে গাড়িটি ???
Tata Punch EV Price In India
ভারতে চার চাকা গাড়ির পরিমাণ এত হয়েছে যে তেলের দামও আকাশ ছোঁয়া এবং দূষণ তো লেগেই আছে তাই এইসব দিক চিন্তা করে Tata কোম্পানি এক নতুন Electric Car তৈরি করলো যার নাম Tata Punch EV । জানা গেছে এই Car টি Novembar মাসেই লঞ্চ করবে । এখন দেখার বিষয় কবে এটি লঞ্চ করতে পারে । তবে এই গাড়িটির দাম রেখেছে 9.50 – 12.50 লাখ টাকা যদিও এটি ডিপেন্ডিং করছে ভ্যারিয়েন্ট এর ওপর । আশা রাখা যাচ্ছে 2024 এর আগেই লঞ্চ করার।
Upcoming Electric Cars In India
চলুন দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ….
- ভারিয়ান্ট : এই Car টি পাওয়া যাবে XE, XT, ZX এবং ZX Plus এ
- ফিচার : গাড়িটির বাইরে লাগানো আছে স্প্লিট হেডলাইন ডিজাইন ও ফোগ্ লাইট, একটি ব্লঙ্কেড অফ গ্রিলে এবং LED টেল লাইট ।
আবার ভেতরে রোটারি ট্রান্সমিশন ডায়াল, সাথে ইলেট্রিক পার্কিং ব্রেক ও একটি বড়ো টাচ স্ক্রীন সিস্টেম এর সাথে এবং ফ্ল্যাট বটম স্টিরিং হুইল, অটো কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল ও IRA কানেকশনের সাথে । - ব্যাটারি : Tata Punch EV তে থাকছে 2টি আলাদা আলাদা ব্যাটারি ব্যাকআপ সিস্টেমের ।
Upcoming EV Cars In India Under 10 Lakhs
Body Type | Compact SUV |
Airbags | Yes |
Battery Capacity | 25.58 Kwh |
Range | 280 km |
Charging Time | 7 Hrs 30 Minutes |
Tata Punch EV Expected Launch Date
November 2023
Also read, Car Insurance Online – Buy, Renew, Check
Honda CB350 BABT Price, Speed: বাজার মাতাতে আসছে Honda র নতুন বাইক