Honda বাজারে আনতে চলেছে তাদের CB সিরিজের নতুন একটি Retro Bike ।
সম্প্রতি Honda তাদের Instagram পেজে এই নতুন বাইকের একটি teaser রিলিজ করেছে । যাতে এই বাইকটির সব ফিচার কিছুটা হলেও বাইক প্রেমীদের মন কেড়েছে ।
চলুন জেনে নেওয়া যাক, কি কি রয়েছে নতুন এই CB350 BABT Classic Motorcycle এ।
Honda CB350 BABT Price, Top Speed
টিজার থেকে এটা পরিষ্কার যে এই বাইকটি CB সিরিজের 350 CC segment এর বাইক হতে চলেছে।
সামনে রয়েছে Alloy Wheels, সঙ্গে রয়েছে Split seat এর সুবিধে ও ।
মূলত Royal Enfield এর মতো ক্লাসিক রেট্রো মডেল হিসেবে বাজারে আসতে চলেছে Honda এর বাইক । Honda H’ness এর থেকে কিছুটা কম দামে এই বাইকটি লঞ্চ হবে । কিন্তু ইঞ্জিন ও ফির্চাস একদম হার্নেস এর মতোই হবে ।
Honda CB350 BABT Features, Launch Date
যদিও CB350 BABT এর দাম নিয়ে কোম্পানি কোন ইঙ্গিত দেয়নি । তবে মনে করা হচ্ছে Honda H’ness থেকে হয়তো এই বাইকটির দাম কিছুটা কম হবে ।
সম্প্রতি Royal Enfield এর বাজার দখলের প্রতযোগিতায় নেমেছে বিভিন্ন 2 Wheeler কোম্পানি।
Honda র 350 cc র বাইক উন্নত ফিচারস ও Refined Engine এর জন্য বরাবরই গ্রাহকদের পছন্দ । কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তাদের শোরুমের অনুপস্থিতির জন্য মাঝে মধ্যেই গ্রাহকদের বিপাকে পড়তে হয় ।
Also read, Car Insurance Online – Buy, Renew, Check
(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)