ভারতীয় ফুটবল আবার তাদের সেরাটা দিয়ে বিদেশের মাটিতে জয় অর্জন করলো । বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বে কুয়েতের মাটিতেই তাদের দেশের জাতীয় দলকে 1-0 গোলে হারাল সুনীল ছেত্রিরা ।
India Vs Kuwait Highlights
ক্রিকেট বিশ্বকাপের জ্বরের মাঝেই ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতকে হারালো তাদের নিজের দেশের মাটিতেই ।
Fifa India Vs Kuwait Score
খেলার শুরুটা স্বাভাবিক ভাবেই হয় । প্রথম 45 মিনিটে দু পক্ষের কোন দলই গোল করতে পারেনি ।
কিন্তু ম্যাচের 75 মিনিটে একটিমাত্র গোল করেন ভারতীয় দলের খেলোয়াড় মনবীর (Manvir)। সেই গোল কিন্তু আর শোধ করতে পারেনি কুয়েতের জাতীয় দল । খেলার 75 মিনিটে মাঠের বাঁদিক থেকে (Lallianzuala Chhangte) বলে দেন মানবীর কে । ডিফেন্ডারকে পরাস্ত করে চোখের নিমেষেই গোল করেন মানবীর ।
চলতি মরশুমে খুবই ভালো ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল । এর আগে দুবার SAF Championship এ মুখোমুখি হয়েছিলো ভারত আর কয়েতের ফুটবল দল । দুবারই ভারতের কাছে পরাস্ত হয়েছে তারা ।
ক্রিকেট বিশ্বকাপের মাঝেই সুনীল ছেত্রিদের এই দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু ভারতীয়দের কাছে একটি বাড়তি পাওনা ।
ভারতীয় দল কবে ফুটবল বিশ্বকাপ খেলবে সেটা নিয়ে অনেকেই নাক সিঁটকে বলেন ‘ এ দল পারবে বলে তো মনে হয়না’ । সেই সমস্ত ব্যাক্তিদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয় এনে যেন সেই প্রশ্নেরই উত্তর দিলেন সুনীল ছেত্রীরা (sunil chhetri)।
(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)