The Railway Men Review, Cast Story : দুর্দান্ত গল্প আর অভিনয় নিয়ে হাজির নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ

sudiproy877
4 Min Read

১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ভারতের ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানা থেকে ছড়াতে শুরু করে মিথাইল আইসোসায়ানেট গ্যাস। যার ফলে এক রাতেই মারা যায় হাজার হাজার মানুষ। ঘটনা শেষ হবার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জানা যায় ১৫০০০+ মানুষ মারা যায় গ্যাস লিক হবার ঘটনায়।
সেই পরিপ্রেক্ষিতে তৈরি এই ওয়েব সিরিজটি। যেখানে দেখানো হয় গ্যাস লিক হবার ঐ রাতে ভোপাল রেলওয়ে স্টেশনে থাকা যাত্রীদের জীবন বাঁচানোর জন্য রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে কিভাবে লড়াই করে যায় পরিস্থিতির সাথে!!!

The Railway Men Review

এই সিরিজের পারফরম্যান্স নিয়ে যতো বলবো ততো কম হয়ে যাবে।
এতোটাই অসাধারণ মেকিং যে আপনার সত্যিকার অর্থে মনে হবে যে আপনি ঐ পরিস্থিতিতে আছেন আর আপনি ঘটনা কোনো পর্দায় নয় বরং সামনাসামনি দেখছেন। আপনার হাত পা নড়ে উঠবে দৌড়ে সবাইকে সাহায্য করার জন্য এতোটাই বাস্তবিক ভাবে তুলে ধরেছেন পরিচালক।
প্রত্যেকটা দৃশ্যে রীতিমতো রোমকূপ দাড়িয়ে যাবে!! মাঝে মধ্যে মনে হবে যে নিজেরই দম আটকে আসছে,নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে!

The Railway Men Cast

🎬 The Railway Men
Netflix Series

  • Madhavan
  • Divyendu Sharma
  • Kay Kay Menon
  • Juhi Chawla
  • Mandira Bedi
  • Dibyendu Bhattacharya
  • Raghubir Yadav

IMDb Rating – 9/10

The Railway Men Web Series Release Date

18 November 2023

এই সিরিজের পারফরম্যান্স নিয়ে যতো বলবো ততো কম হয়ে যাবে।
এতোটাই অসাধারণ মেকিং যে আপনার সত্যিকার অর্থে মনে হবে যে আপনি ঐ পরিস্থিতিতে আছেন আর আপনি ঘটনা কোনো পর্দায় নয় বরং সামনাসামনি দেখছেন। আপনার হাত পা নড়ে উঠবে দৌড়ে সবাইকে সাহায্য করার জন্য এতোটাই বাস্তবিক ভাবে তুলে ধরেছেন পরিচালক।
প্রত্যেকটা দৃশ্যে রীতিমতো রোমকূপ দাড়িয়ে যাবে!! মাঝে মধ্যে মনে হবে যে নিজেরই দম আটকে আসছে,নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে!

Also read, Pippa Movie Review, Cast

এবার আসি অভিনয়ের প্রসঙ্গে। প্রথমেই বলবো কে কে মেননের কথা! ভাই এই লোকটা মনে হয় কলিজা দিয়েও অভিনয় করে,মানে এতো বাস্তবিক ভাবে কেমনে পারে আমার ছোট্ট মস্তিষ্কে আসে না। অসাধারণের উপড়ে কিছু থাকলে তাই এই কে কে মেনন।

The Railway Men Story & Performance

এবার বলি বাবিল খানের কথা। Qala দেখেই বুঝেছিলাম জাত অভিনেতার ছেলে তো সেরকমই হবে। যেনো যুবক বয়সের ইরফান খানকে দেখলাম! সেই বডি ল্যাঙ্গুয়েজ,সেই চোখ মুখের ভঙ্গি,সেরকমই কথা বলার ধরন। বাবিল খানের অভিনয় দেখে চোখ বন্ধ করে বলা যায় ইরফান খানের যোগ্য উত্তরসূরি সে, ইরফান খানের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি যে- যদি তাকে সঠিক ভাবে বলিউড ব্যবহার করে হয়তো বাবাকেও ছাপিয়ে যাবে ভবিষ্যতে ।
প্রতিটা দৃশ্য এতো দক্ষভাবে ও ন্যাচারালি ফুটিয়ে তুলেছে যা অনেক বড় অভিনেতাকেও হার মানাবে!!

মাধবনের কথা বলতে গেলে বলবো যে খুব বড়ো কোনো রোল নয়, কিন্তু তার মধ্যেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। মাধবনের রোলটা ছোটো হলেও অনেক গুরুত্বপূর্ণ ছিলো।

দিব্যেন্দু মানে মির্জাপুরের মুন্না ভাইয়া,,সেও যথেষ্ট ভালো অভিনয় করেছে এবং পূর্বের তুলনায় অনেকটা পরিপক্কও মনে হয়েছে।
জুহি চাওলা ছিলেন, সেও তার রোলটি অত্যন্ত যত্নের সাথে ফুটিয়ে তুলেছেন।

৮৪ সালে শ্রীমতি ইন্দিরা গান্ধীকে হত্যার পরে ভারতে শিখদের সাথে যে রায়ট হয় এই ব্যাপারটা এই সিরিজের যে প্রেক্ষাপট সেখানে না আনলেও হতো। এটা ব্যক্তিগত মতামত,হয়তো সময়কাল সমসাময়িক তাই গল্পের প্রয়োজনেই হয়তো এই ঘটনাটিও রেখেছে।।

স্ক্রীনপ্লে,কালার গ্রেডিং,ব্যাকগ্রাউন্ড মিউজিক,কাস্টিং এক কথায় অসাধারণ।
একটি মাস্ট ওয়াচ সিরিজ।

Also read,

Kannur Squad Review, Real Story

Tiger 3 Review, Cast, Box Office Collection

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.