Manush Title Track: রুপম ইসলামের আগুনে রক গানে ‘মানুষের’ টাইটেল সং

sudiproy877
2 Min Read

Rupam Islam বরাবরই বাংলার তথা বাঙালির একজন অত্যন্ত প্রিয় গায়ক, এই নিয়ে কোন সন্দেহ নেই । বাঘা যতীন ও দশম অবতারের পর আবার তাকে দেখা যাবে বাংলা সিনেমার গানে । হ্যাঁ, Superstar Jeet অভিনীত বাংলা ছবি ‘Manush’ এর টাইটেল ট্র্যাক গেয়েছেন রুপম।

Manush Title Track

হাসনুহানা, নীল রং ছিলো ভীষন প্রিয় কিংবা একলা ঘর বাঙালির কাছে এক আলাদা আবেগ । গত প্রায় এক দশক থেকে বাংলার প্রতিটি তরুণ তরুণীর মনে আলাদা এক জায়গা করে নিয়েছে Rupam Islam
বরাবরই ব্যান্ড ও অ্যালবামের সঙ্গীত মাদকতা এনেছে গান প্রেমীদের মনে । বাংলার রক সঙ্গীতকে যেন অন্য এক মাত্রা যোগ করেছেন রুপম ইসলাম ।

কিন্তু সময়ের সঙ্গে নিজেকে এখন অ্যালবামের বাইরে গিয়ে সিনেমায় গান গাইছেন তিনি । সাম্প্রতিক সময়ে Bagha Jatin কিংবা Dawshom Awbotaar ছবিতে তার গান শুনেছি আমরা সকলেই ।
এবারে Grassroot Entertainment এর প্রযোজনায় বাংলার সুপারস্টার Jeet অভিনীত ছবি ‘Manush’ এ তার গান মুক্তি পেয়েছে ।
এই ছবিতে তিনি Title Track গেয়েছেন ।
গানটির সুর করেছেন Ahmmed Humayun ও Lyrics লিখেছেন Sanjoy Somadder
ছক ভাঙ্গা গানের সুরে রুপম কে এর আগেও অনেক শুনেছে মানুষ । তবে এবারে ‘ অমানুষ দেখতে মানুষের মতোই ‘ গানটি আপনাকে ছিটকে দেবে ।

প্রিয় গায়কের গান সিনেমার পর্দায় দেখতে ও শুনতে পাবে রুপম ভক্তরা । স্বভাবতই ছবির টিকিট যে বেশ কিছু অগ্রিম বুক হতে চলেছে তা বলাই বাহুল্য ।

Manush Title Track Download

Manush ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন Jeetu Kamal, Saurav Chakrabarti, Susmita Chatterjee, Bidya Sinha Saha Mim ও অন্যান্যরা ।

আগামী 24 শে November মুক্তি পাবে এই ছবিটি ।

Also read,
Dawshom Awbotaar Review, Cast – প্রবীর পোদ্দার জুটি কেমন হলো

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.