Baundule Ghuri Lyrics by Shreya Ghoshal & Arijit Singh
Baundule Ghuri is brand new Bengali song from upcoming movie ‘Dawshom Awbotaar by
Arijit Singh & Shreya Ghoshal. Lyrics & music composed by Anupam Roy. Amar Baundule Ghuri is trending now on social media. Starring – Anirban Bhattacharya & Jaya Ahsan.
Arijit Singh & Shreya Ghoshal. Lyrics & music composed by Anupam Roy. Amar Baundule Ghuri is trending now on social media. Starring – Anirban Bhattacharya & Jaya Ahsan.
Baundule Ghuri Lyrics In Bengali
একলা মনের রিকশা চলে
দমকা প্রেমের গল্প বলে
শুকনো পাতার সন্ধ্যে বেলার গান
কোন হরিণের দুষ্ট ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়
ভুল করেছি আর যাবোনা মিথ্যে মায়ায়
চমকাবোনা
ভাল্লাগে অন্ধকার হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো
তার আকাশেই উড়ি
আমি বৃষ্টি ইলিশে গুঁড়ি
মাথায় করে রাখলে আমায়
খেলবো লুকোচুরি
খেলবো লুকোচুরি
হুম হুম হুম হুম হুম হুম হুম
কত বছর ধরে আমার শূন্যস্থান
দুমরে গিয়েও বেঁচে থাকার ভান
জলের কাছে গিয়েও ফিরে আসি তাই
এই কুয়াশায় খুঁজছে কে আমায়
এই কুয়াশায় খুঁজছে কে আমায়
আমি একলা ক্লান্ত ঘুড়ি
যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি
আমি অধরা মাধুরী
তোমার ভাঙা স্বপ্নগুলোয়
নিজের মনেই জুড়ি
নিজের মনেই জুড়ি
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো
তার আকাশেই উড়ি
আমি বৃষ্টি ইলিশে গুঁড়ি
মাথায় করে রাখলে আমায়
খেলবো লুকোচুরি
খেলবো লুকোচুরি
Baundule Ghuri Lyrics In English Translation
Ekla moner rikshaw chole
Domka premer golpo bole
Shuknyo patar sondhye belar gan
Kon horiner dustu chayay
Khelna dokan dakche re aye
Vul korechi ar jabona mithye mayay
Chomkabona
Bhallage ondhokar hat dobai
Ek notun gondho tar pacchi tai
Ami baundule ghuri
Je amake bashbe valo
Tar akashei uri
Ami brishti ilshe guri
Mathay kore rakhle amay
Khelbo lukochuri (2)
Koto bochor dhore amar shunyosthan
Dumre giyeo beche thakar vaan
Joler kache giyeo fire ashi tai
Ei kuwashay khujche ke amay (2)
Ami ekla klanto ghuri
Je amake bujhbe valo
Tar akashei uri
Ami odhora madhuri
Tomar vanga swopno guloy
Nijer monei juri
Nijer monei juri
বাউন্ডুলে ঘুড়ি লিরিক্স – দশম অবতার
আরো পড়ুন,
দশম অবতার সিনেমার অন্যান্য গান –