Rinku Singh: ভারত – অস্ট্রেলিয়ার ম্যাচে 9 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের নায়ক রিংকু

sudiproy877
2 Min Read

Rinku Singh (রিংকু সিং) এই নামটা বোধহয় গত IPL এর আগে কেউ জানতো না । কিন্তু IPL এ 5 ছক্কা বদলে দিয়েছে তার জীবন । কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে KKR এর এই ব্যাটার।

Rinku Singh India Vs Australia Live Score

চলতি India Vs Australia র টি টোয়েন্টি সিরিজে একের পর এক বিধ্বংসী ইনিংস তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায় ।

চলতি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাট থেকে আসে ফিনিসিং শট।আজ ও তার অন্যথা হয়নি । ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় T20 ম্যাচে মাত্র 9 বলে 31 রানের একটি ঝড়ো ইনিংস এসেছে তার ব্যাট থেকে। যার ফলে ভারত মাত্র 20 ওভারে 232 এর মতো একটি বিশাল স্কোর তৈরি করতে সক্ষম হয়েছে ।

India Vs Australia T20 Match Today

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার Yashasvi Jaiswal হাফ সেঞ্চুরি করে । অনবদ্য ইনিংস খেলে আজও ঈশান কিষান (Ishan Kishan) ও করেন 32 বলে 52 রান । কিন্তু ম্যাচের শেষ কয়েকটি বলে যেন মাঠে তুফান নিয়ে আসে রিংকু সিং । 48 ও 49 তম ওভারে ব্যাট করতে নেমে মাত্র 9 বলে 31 রান করে রিংকু । 

Dhoni অবসর নেওয়ার পর ভারতীয় দলে একজন ফিনিশারের অভাব দেখা গেছে । বিভিন্ন সময়ে সূর্য কুমার যাদব কিংবা Hardik Pandya সেই চেষ্টা করলেও সফল হয়নি কেউই ।

কিন্তু একের পর এক ম্যাচে রিংকু সিং প্রমাণ করেছে যে, তিনি অন্য খেলোয়াড় । 

সামনেই আইপিল শুরু হতে চলেছে । তারপরই T20 World Cup । তার আগে রিংকু র ব্যাটে এই ঝড় কিন্তু তাকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দিতে পারে, এমনটাই মনে করছে ক্রিকেট প্রেমীরা ।

দেখুন আজকের ম্যাচের Live Score

Also read, Hardik Pandya: Mumbai ফিরছেন হার্দিক

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.