নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ম্যাচে হারিয়েছে ভারতীয় দল। 557 রান করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় মাত্র 122 রানে। টেস্ট ক্রিকেট এর ইতিহাসে এটি ভারতের সবথেকে বড় ব্যবধানে জয়। এর আগে ওডিআই ক্রিকেট ম্যাচে বড় ব্যবধানে জয় যুক্ত হয়েছিল ভারত। আর দুই ক্ষেত্রেই অধিনায়ক রোহিত শর্মা।দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং করে টানা দ্বিতীয় ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন। একই সাথে সরফরাজ খান ও শুভমান গিলও হাফসেঞ্চুরি করে দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারিয়ে দলকে 440 রানে পৌঁছাতে সাহায্য করে। যার কারণে ইংল্যান্ডকে 557 রানের লক্ষ্য দিতে সক্ষম হয় ভারত।
India vs England Test Series 2024
তারপর ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 5 উইকেট নেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ভালো পারফর্ম করেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের স্পিন বোলিং বুঝতে পারেননি তারা। ভারতীয় স্পিনারের বলে আউট হন ইংল্যান্ডের 8 জন ব্যাটস ম্যান। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে 4 উইকেট হারিয়ে 440 রান করেছিলেন, সেই পিচে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বেশি সময় টিকতে পারেনি মাত্র 122 রান করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। তারপর দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় রান করেছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। তিনি 15 বলে 33 রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোনো ইংলিশ ব্যাটসম্যান 20 রানের গণ্ডিও পার করতে পারেননি। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ভারত। হায়দরাবাদ টেস্টে 28 রানে হারের পর বিশাখাপত্তনমে দারুণ কামব্যাক করে 106 রানে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। এরপর রাজকোটে তৃতীয় টেস্ট খেলা হয় যেখানে 434 রানের বড় ব্যবধানে জয়ী হয় ভারত।
আরো পড়ুন,
আবার ডাবল সেঞ্চুরিতে যশস্বী, মাত্র ২২ বছরে ভাঙলেন পুরোনো রেকর্ড
ক্রিকেট মাঠে সরফরাজের সঙ্গে বোরখা পরা মেয়েটি আসলে কে ? জানুন তার পরিচয়