Sarfaraz Khan: ক্রিকেট মাঠে সরফরাজের সঙ্গে বোরখা পরা মেয়েটি আসলে কে ? জানুন তার পরিচয়

Mrinal Roy
2 Min Read

দীর্ঘ প্রতীক্ষার ও কঠোর পরিশ্রমের পর ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। গত বৃহস্পতিবার রাজকোট টেস্টে তিনি Debut করেন। এই সময়ে সরফরাজের বাবা নৌশাদের সঙ্গে বোরখা পরা এক নারী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রথমে তাকে সরফরাজের মা ভেবে ভুল করেছিলেন। কিন্তু বাস্তবে তিনি তার মা নন, তার স্ত্রী রোমানা। দেখা গেছে সরফরাজ খান যখন তার ক্যারিয়ারের ফাস্ট টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় সেই খুশিতে তার বাবা এবং স্ত্রী রোমানের চোখে জল দেখা যায়।

সরফরাজ খান 2023 সালের 6 Augest কাশ্মীরের বাসিন্দা রোমানাকে বিয়ে করেন। সরফরাজের স্ত্রীর পুরো নাম রোমানা জহুর। কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা রোমানা। সরফরাজ খানের সাথে রোমানার সাক্ষাতের গল্পটি খুবই আকর্ষণীয়। দুজনেই গত বছর শোপিয়ানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। সরফরাজের পরিবার মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে তবে তারা বিয়ের জন্য কাশ্মীরে গিয়েছিলেন। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাবা নৌশাদ ও স্ত্রী রোমানাও। রোমানা জহুরও সরফরাজকে আগে চিনতেন না। কিন্তু তিনি সরফরাজ খানের খুড়তুতো ভাইয়ের বন্ধু ছিলেন রোমানা। রোমানা বিএসসির ছাত্রী ছিলেন, সরফরাজের চাচাতো ভাইয়ের কাছে পড়াশোনা করতেন এবং সেখান থেকেই দুজনের বন্ধুত্ব হয়ে যায়। আরও একবার দু’জনে সরফরাজের ম্যাচ দেখতে গিয়েছিলেন এবং সেখানেই রোমানার সঙ্গে দেখা করেন সরফরাজ। এরপরই শুরু হয় দুজনের কথাবার্তা। ধীরে ধীরে বিষয়টি বিয়ের পিঁড়িতে পৌঁছায় এবং তারপরেই 2023 সালের আগস্টে দুজনে গাঁটছড়া বাঁধেন। সরফরাজ খান যখন ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন, তখন রোমানা জহুর বাবা নওশাদের সাথে ছিলেন। রোমানা বোরখা পরা থাকলেও তার আবেগ লুকিয়ে ছিল না। শুধু স্ত্রী নয় তার বাবাও খুশিতে আবেগ লুকিয়ে রাখতে পারেন না। তারপর স্ত্রীর চোখের জল মুছতেও দেখা যায় সরফরাজকে।

Dev : লোকসভা ভোটের আগে তৃণমূলের সাংসদ – অভিনেতা পদ থেকে দিলেন ইস্তফা

T20 World Cup: ভারতের বিশ্বকাপ দলের অধিনায়কের নাম ঘোষণা বোর্ডের

Sourav Ganguly: সুকান্তকে দেখতে হাসপাতালে সৌরভ, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

Share This Article