আবার ডাবল সেঞ্চুরিতে যশস্বী, মাত্র ২২ বছরে ভাঙলেন পুরোনো রেকর্ড 

sudiproy877
3 Min Read

আবারও টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্বিশতরান করলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। প্রথম দিন 100 রান করে পিঠের চোট মাঠ ছাড়েন তিনি তারপরের দিন সেই চোট সারিয়ে মাঠে ফিরে টানলেন ভারতের ইনিংস। রাজকোটের 22 গজে শাসন করলেন ইংল্যান্ডের বোলারদের। বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি টেস্টে 200 রানের একটি বড়ো সংখ্যা গড়লেন যশস্বী।

Yashasvi Jaiswal Double Century Test

প্রথম ইনিংসে বিশাখপত্তনমে মাঠে 209 রানের ইনিংস এসেছিল যশস্বীর ব্যাট থেকে। তারপর আজ রাজকোটে তাঁর ব্যাট থেকে আবার 200 রান এল। গত শনিবার শতরান করার পর বেশি সময় ব্যাট করতে পারেননি যশস্বী। পিঠে টান লাগায় তাঁকে তুলে নেয় ভারতীয় শিবির। রবিবার অর্থাৎ আজকে শুভমন গিল আউট হওয়ার পর আবার ব্যাট করতে নামেন তিনি। আগের দিনের মতোই সাবলীল ভাবে ব্যাট করলেন যশস্বী। শেষ পর্যন্ত যশস্বী অপরাজিত থাকলেন 214 রানে। এটাই তার টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস। 231 বলে 214 রান পূর্ণ করেন। যশস্বীর ইনিংসটি 14টি চার এবং 12টি ছয় দিয়ে সাজানো ছিল। তার মধ্যে রয়েছে ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসনের পর পর তিন বলে তিনটি ছক্কা। ইংরেজদের বাজ়বল ক্রিকেটের নতুন নমুনা দেখালেন তরুণ ওপেনার।

আরো পড়ুন,

ক্রিকেট মাঠে সরফরাজের সঙ্গে বোরখা পরা মেয়েটি আসলে কে ? জানুন তার পরিচয়

500 উইকেট তুলে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন অশ্বিন

Indiavs England Test Series 2024

Loading...

কাম্বলি 21 বছর 54 দিনে বয়সে টেস্টে দু’টি দ্বিশতরান করেছিলেন। ডন ব্র্যাডম্যান 21 বছর 318 দিনে টেস্টে দু’টি দ্বিশতরানের মালিক হয়েছিলেন। যশস্বীও এই কৃতিত্ব গড়লেন মাত্র 22 বছর 49 দিন বয়সে দুই বার 200 রান। গ্রেম স্মিথকে টপকে এই তালিকায় তৃতীয় স্থানে থাকলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী। আবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক 22 বছর 173 দিনে দু’টি টেস্ট দ্বিশতরান করেছিলেন যদিও তার স্থান পরেই আছে। যশস্বীর দ্বিশতরান এবং সরফরাজ খানের অর্ধশতরান পূর্ণ হওয়ার পর বেশি সময় ব্যাট করল না ভারত। মাত্র 4 উইকেটে 430 রান তুলে ডিক্লেয়ার করে দিলেন রোহিত শর্মা। খেলার শেষ পর্যন্ত যশস্বীর সঙ্গে 22 গজে ছিলেন সরফরাজ। তিনি অপরাজিত ছিলেন 72 বলে 68 রান করে। 6টি চার ও 3টি ছক্কা মারলেন। শুভমন গিল আউট হন রান আউটে যদিও সে 91 রান করে। এখন জয়ের জন্য ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকসদের লক্ষ্য 557 রান।

Share This Article