IPL 2024: কাটার মুকুটে ক্ষতবিক্ষত হার্দিক (Hardik Pandya) চেন্নাই এর সামনে লজ্জার পরাজয় মুম্বাই ইন্ডিয়ান্সের!

sudiproy877
4 Min Read

IPL এ সবচেয়ে সফল দল কোনটি ? যে কোন ক্রিকেট ভক্ত অনায়াসে বলে দিতে পারে এই প্রশ্নের উত্তর । নামি দামি ক্রিকেটার হোক কিংবা মাঠে নীতা আম্বানির উপস্থিতি সবেতেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলে চ্যাম্পিয়ন সুলভ ছাপ। রোহিত শর্মা, ঈশান কিশন, সূর্য কুমার যাদব, বুমরাহ, তিলক ভর্মা, টিম ডেভিড কি নেই বলুন দলটাতে ? যেকোন দলের থেকে মজবুত দল, তবে সেটা ওই খাতায় কলমে । কিন্তু এই দলের সবথেকে বড় যেটা সমস্যা সেটা হলো হার্দিক পান্ডিয়া ।

MI VS CSK

যে কোনো দলের অধিনায়কত্ব করাটা বেশ গর্বের ব্যাপার। সেটা ক্লাব স্তরের হোক বা রাজ্য স্তরের। আর দেশের হলে তো কথাই নেই।

ভারতীয় ক্রিকেট দলে যে সব কিংবদন্তি খেলোয়াড় রা অধিনায়ক ছিলেন তাঁদের তালিকার সর্বশেষ সংযোজন হলেন রোহিত শর্মা। যিনি সম্প্রতি নানান বিতর্কের ঝড় ঝাপটা সামলে বিরাট রাজার সিংহাসন টা দখল করেছেন।

তবে সাম্প্রতিক আইপিএল এ ঠিক একই রকম একটি ঘটনার প্রায় পুনরাবৃত্তি ঘটেছে বলা চলে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এর সফলতম অধিনায়ক রোহিত শর্মা কে সরিয়ে তাঁর জায়গায় হার্দিক পান্ডিয়া কে অধিনায়ক করা হয়েছে। এবং তিনি তাঁর আচরণে যে পরিমাণ ঔদ্ধত্য দেখিয়েছেন তাতে প্রচ্ছন্ন ভাবে কারো মদত না থাকলে এতটা সাহস তিনি পেতেন বলে মনে হয় না।

ঠিক একই রকম ঘটনা ঘটেছিল সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রেও। যখন নাইট রাইডার্স থেকে তাঁর অধিনায়কত্ব কেড়ে নিয়ে তাঁকে ছেঁটে ফেলা হয়। এবং তাঁকে শেষ পর্যন্ত পুনে দলের হয়ে খেলতে দেখা যায়।

সেদিন যেমন ইডেন উদ্যানের সমস্ত দর্শকেরা পুনে ও়ারিয়র্স ও নাইট রাইডার্সের খেলায় সৌরভ কে সমর্থন করে গেছে তেমন এদিনও মুম্বাই আর চেন্নাই খেলায় মুম্বাইয়ের মাঠে সারাক্ষণ রোহিতের জয়ধ্বনি এবং হার্দিক এর নামে দুয়ো শোনা গেছে।

গুজরাটের ঘরের ছেলে হার্দিক প্যাটেল। মুম্বাই ইন্ডিয়ান্স এ রোহিতের হাত ধরেই উঠে আসা। তারপর সুযোগ বুঝে তাকেই সরিয়ে দিয়ে সিংহাসন চ্যুত করা।

এতো ওখানেই থাকা আর একজন বিখ্যাত মানুষের চরিত্রের সংগে বেশ কিছুটা মিলে যায়। যখন তিনি সমস্যায় আক্রান্ত তখন আডবাণী এবং যোশী জির সহযোগিতায় বিপদ মুক্ত হলেন। তাঁদের হাত ধরে উঠে এলেন সর্ব ভারতীয় রাজনীতির আঙিনায়। তারপর একদিন ভারতের প্রধান মন্ত্রী হলেন।
তারপর ধীরে ধীরে সমস্ত ক্ষমতা করায়ত্ত করে ভুলে গেলেন তাঁর অতীতের কান্ডারী দের কথা।
এমনকি রাম মন্দির উদ্বোধনে প্রধান অতিথি দের নামের তালিকাতেও স্থান হয়নি এই বর্ষীয়ান দুই প্রাজ্ঞ নেতার।

যে দল পাঁচবার আইপিল এর ট্রফি জিতেছে সেই দল চলতি বছরে লিগ পর্বেই ৮ নম্বরে অবস্থান করছে । ৬ ম্যাচে ৪ টিতে পরাজয় । গতকাল চেন্নাই বনাম মুম্বই খেলায় রোহিত শর্মার অপরাজিত শতরান সত্বেও ২০ রানে পরাজয় স্বীকার করে মুম্বাই ইন্ডিয়ান্স । শুরুটা ভালো হলেও শেষে তাসের পাহাড়ের মতো ভেঙে পড়ে হার্দিক এর দল । ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে রোহিত শুধু সতীর্থদের আসা যাওয়াই দেখে গেছেন । চেন্নাই ইনিংসের শেষ ওভারে ৪২ বছর বয়সেও হার্দিক কে যেভাবে মহেন্দ্র সিং ধোনি পরপর ৩ টি ছক্কা হাঁকালেন, ম্যাচের কফিনে পেরেক বোধহয় তখনই গাঁথা হয়েছিলো।

অধিনায়কের মুকুট টা সত্যিই কাঁটার কিনা জানা নেই তবে ওই পদে পৌঁছাতে গেলে বেশ কিছু কণ্টক ময় রাস্তা পেরোতেই হবে। আর শেষে হয়তো বা কাউকে তীক্ষ্ণ কাঁটায় বিদ্ধ করতে হবে যাতে তাঁর অধিনায়কত্বের পথ প্রশস্ত হয়।

মাস দুয়েক পর টি টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবে হার্দিক থাকলে আর যাই হোক, বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে, তা বলাই বাহুল্য ।

আরো পড়ুন,

৭ দফায় লোকসভা ভোট, দেখে নিন আপনার কেন্দ্রের ভোট কবে ?

বছরের শ্রেষ্ঠ প্রেমের ছবি ‘কাছের মানুষ দূরে থুইয়া’, তাসনিয়া – প্রীতম জুটিতে মুগ্ধ দর্শক 

Share This Article