রাম নবমী বিভিন্ন জায়গায় বেশ ধুমধাম সহকারে পালন করা হয়। কিন্তু কেন রাম নবমী পালন করা হয় ? এই নিয়ে অনেকের কাছেই রয়েছে ভুল ধারণা। কিছুদিন আগেই একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারে ?
আজকের এই বিশেষ দিনে আপনার জন্য রইলো শাস্ত্র অনুযায়ী সঠিক তথ্য।
রাম নবমী ২০২৪
রাম নবমী কবে ?
চলতি বছরে রাম নবমী পালন করা হবে ১৭ ই এপ্রিল।
April 17, 2024
রাম নবমী কেন পালন করা হয় ?
★ রাম নবমী কথা ★
হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে প্রতি বছর রাম নবমী উদযাপিত হয়। শাস্ত্র অনুসারে, ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ এবং রাণী কৌশল্যার পুত্ররূপে চৈত্র শুক্ল নবমীতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামচন্দ্র জন্ম নেন। অধর্মের বিনাশ এবং ধর্মস্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান রাম।
এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অর্ধমকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্য দেবকে জল প্রদান করে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। রাম নবমী উপলক্ষ্যে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিনজুড়ে ভক্তিমূলক গান গাওয়া বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনাবার কথা বলা হয়।
এই দিনটিতে রাম কথার বর্ণনা করে, রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়। অনেকে মন্দিরে যান, অনেকে বাড়িতে রামের মূর্তিতে পূজা করেন।
🙏 জয় শ্রীরাম 🙏
আরো পড়ুন,
Ram Siya Ram Lyrics In Bengali