WB Madhyamik Exam Routine 2024: সামনেই West Bengal বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে । মধ্যশিক্ষা পর্ষদ থেকে পরীক্ষার সূচি অর্থাৎ রুটিন অনেকদিন আগেই জানানো হয়েছে । কিন্তু অনেকেই এই রুটিন ভুলে গিয়ে থাকবে।
পড়ার এতো চাপ, সেই সঙ্গে টিউশন এর প্রেসার সব মিলিয়ে পরীক্ষার আগে বেশিরভাগ পরীক্ষার্থী যেন প্রেসার কুকারে পরিণত হয়েছে ।
যায় হোক, মজার ছলে কথাটা লিখলাম ।
West Bengal Madhyamik Routine 2024
এবারে, চলো দেখে নেওয়া যাক, মাধ্যমিক পরীক্ষার পূর্ণ রুটিন । কোন দিন কোন সাবজেক্ট এর পরীক্ষা রয়েছে সেটা নিচে দেওয়া রয়েছে ।
আর খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষার বিশেষ সাজেশন । নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট । অথবা নিচের Google News এর দেওয়া লিংকে ক্লিক করে ফলো করে রাখো । যাতে সাজেশন প্রকাশ করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ।
Madhyamik Routine 2024 West Bengal
2nd February 2024 | First Language (প্রথম ভাষা) |
3rd February 2024 | Second Language (দ্বিতীয় ভাষা) |
5th February 2024 | History (ইতিহাস) |
6th February 2024 | Geography (ভূগোল) |
8th February 2024 | Mathematics (গণিত) |
9th February 2024 | Life Science (জীবন বিজ্ঞান) |
10th February 2024 | Physical Science (ভৌত বিজ্ঞান) |
12th February 2024 | Optional Elective Subject (ঐচ্ছিক বিষয় ) |
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 pdf
West Bengal Bengal Board of Secondary Education 2024 এর মাধ্যমিক পরীক্ষার রুটিন বের করলো, মাধ্যমিক পরীক্ষা হতে চলছে 2রা ফেব্রুয়ারি 2024 এ। পশ্চিমবঙ্গের মাধ্যমিক রুটিন 2024 WBBSE আধিকারিকদের দ্বারা 19 মে, 2023-এ জারি করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক টাইম টেবিল 2024 শুরু হবে 2রা ফেব্রুয়ারি, 2024-এ ও মাধ্যমিক পরীক্ষা 12 ফেব্রুয়ারি, 2024-এ শেষ হবে। WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে 2024 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 11:30am থেকে 3pm পর্যন্ত। ক্লাস 10 এর 2024 WBBSE এর রুটিন ও যাবতীয় তথ্য পাওয়া যাবে WBBSE এর ওয়েবসাইটে।
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 PDF Download – Click Here
ICDS Worker Question Paper In Bengali 2023 PDF| Anganwadi Worker
(সবার আগে সব খবর, সমস্ত আপডেট, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News পেজে)