Xiaomi Redmi K70E: হল ভারতে এক জনপ্রিয় মোবাইল কোম্পানি। আর এই কোম্পানি লঞ্চ করলো এক দুর্দান্ত, ও দারুন স্পেসিফকেশনের সাথে Redmi K70 E। কোম্পানি এই ফোনটিকে চলতি মাসের অর্থাৎ December এর 9 তারিখ বাজারে লঞ্চ করেছে। বাজারে যেহেতু বাজেটের মধ্যে ফোনের অভাব নেই সেই কথা মাথায় রেখে Redmi K70 E বাজারে আনলো।
Redmi K70E 5G Price & Launch Date
Redmi এখন আগের মতো মার্কেট না পাওয়াতে একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ফোনটি 23,999 টাকাতে পাওয়া যেতে পারে। তিনটি কালার অপশন ব্ল্যা, হোয়াইট ও মিন্ট কালারে। এই Redmi K70 E ফোনটি ডলবি ভার্সনে 6.67 ইঞ্চ স্ক্রীন ও 120Hz রিফ্রেস রেটের সাথে থাকবে। প্রসেসরে mediatek dimensity 8300 ultra তে থাকবে যা এক শক্তশালী প্রসেসর হতে চলেছে যার ফলে ফোনটি ল্যাগ করবে না ।
Xiaomi Redmi K70E Full Deatils
ফোনটিতে 12GB, 16GB RAM এ পাওয়া যাবে এবং স্টোরেজ থাকবে 256GB, 512GB ও 1TB পর্যন্ত। এবার ক্যামেরা এই ফোনটিতে শক্তিশালি ব্যাটারির সাথে ক্যামেরাও দারুন প্রাইমারী ক্যামেরা 64MP ওয়াইড এঞ্জেল, 8MP আল্ট্রা ওয়াইড এঞ্জেল ও 2MP মাইক্রো ক্যামেরা থাকবে। 5500mAh ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ফোনটিতে যেখানে আপনি 90W ফাস্ট চার্জিং এর সাথে চার্জ করতে পারবেন।
আরো পড়ুন,
Xiaomi Redmi K70E 5G Support
আর যেহেতু ইন্ডিয়াতে এখন 5G কানেকশন দ্রুত এগিয়ে চলছে তাই এই ফোনটিতেও 5G কানেকশন আছে এবং থাকছে খুব দ্রতগতিতে আনলক করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সেন্সর। এই ফোনটিতে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর লাগানো থাকবে সাথে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট রয়েছে। ক্যামেরা তো ভালোই তবে এবার দেখা যাবে রেকডিং কেমন? তো এই ফোনটি 4k তে ভিডিও রেকর্ড করবে যা 30fps এ ।
Redmi K70E Specifications
- Prosesor : MediaTek Dimensity 8300 Ultra
- RAM : 12GB RAM
- Display : 6.67 inches ; 1220×2712 px
- Rear Camera : 64 MP + 8 MP + 2 MP
- Front Camera : 16 MP
- Battery : 5500 mAh
- 90W Fast Charging
NETWORK | Technology | GSM / CDMA / HSPA / CDMA2000 / LTE / 5G |
---|
LAUNCH | Announced | 2023, November 29 |
---|---|---|
Status | Available. Released 2023, November 29 |
BODY | Dimensions | 160.5 x 74.3 x 8.1 mm (6.32 x 2.93 x 0.32 in) |
---|---|---|
Weight | 198 g (6.98 oz) | |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
DISPLAY | Type | OLED, 68B colors, 120Hz, Dolby Vision, HDR10+, 1800 nits (peak) |
---|---|---|
Size | 6.67 inches, 107.4 cm2 (~90.1% screen-to-body ratio) | |
Resolution | 1220 x 2712 pixels, 20:9 ratio (~446 ppi density) |
PLATFORM | OS | Android 14, HyperOS |
---|---|---|
Chipset | Mediatek Dimensity 8300 Ultra (4 nm) | |
CPU | Octa-core 3.35 GHz | |
GPU | Mali G615-MC6 |
আরো পড়ুন,
Asus ROG Phone 8: সবচেয়ে শক্তিশালী নতুন গেমিং ফোনের টিজার – ডিজাইন প্রকাশ্যে, জেনে নিন সবকিছু
ডিসেম্বরে আসছে তাক লাগানো এই ফোনগুলো