Oppo Find X7 Price
AMOLED ডিসপ্লে ও 50MP Camera সহ বাজারে আসতে চলেছে Oppo Find X7, দারুন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে ।
Oppo কোম্পানি লাগাতার একের পর এক দুর্দান্ত ডিভাইস তৈরি করেই চলেছে। এইবার Oppo reno তো চলছেই কিন্তু এটা বাদ দিয়ে আর একটু সিরিজ শুরু করলো Oppo Find X7 । এই সিরিজটি Reno সিরিজ এর মতো ক্রেতা দের মন জয় করছে। তবে এই Find সিরিজটি নতুন নয় এর আগেও Find আরো কিছু স্মার্টফোন তৈরি করেছে তবে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আগামী April মাস নাগাদ 2024 এ রিলিজ করবে এই ফোনটি। এই ফোনটি 85,499 টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে এই Oppo Find X7 সিরিজের থাকছে বিশেষ ফিচার ও ডিসপ্লে কোয়ালিটি আগের ফোনগুলোর থেকে অনেক ভালো ও শক্তিশালী। Oppo কোম্পানি তাদের ফোনে ক্যামেরা তে অনেক এগিয়ে গিয়েছে অর্থাৎ Oppo এর ফোন গুলিতে অসাধারণ ক্যামেরা থাকে আমরা আগেই দেখেছি। যেমন রেনো সিরিজ এর প্রায় সব ফোনগুলো ভালো ক্যামেরা যুক্ত ও 100x জুম সহ থাকতে দেখা গেছে তবে এই Find সিরিজেও থাকছে 3টি কালারে বিশেষ ফিচার ও ক্যামেরা এবং হয় তো দেখা যাবে এই Oppo Find X 7 এ অ্যান্ড্রয়েড 14 এ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গরিলা গ্লাস এর সাথে 5G সেটআপও থাকবে বলে জানা গেছে চলুন দেখে নেই এই ফোনটির বিশেষত্ব ..
আরো পড়ুন,
AI ফিচার নিয়ে লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং S24
Oppo Find X7 Launch Date
April, 2024 (Expected)
Oppo Find X7 Specifications
- Prosessor : MediaTek Dimensity 9300
- RAM : 8 GB RAM
- ROM : 256 GB
- Display : 6.55 inches (16.64 cm); AMOLED
- 1080×2400 px
- 120 Hz Refresh Rate
- Rear Camera : 50 MP Wide Angle Primary Camera
- 13 MP Telephoto Camera
- 50 MP Ultra-Wide Angle Camera
- Front Camera : 32 MP Wide Angle Lens
- Battery : 4500 mAh
- 120W Fast Charging; USB Type-C port
আরো পড়ুন,
সবথেকে সস্তা 12GB RAM আর 512GB স্টোরেজের ফোন লঞ্চ করলো ভিভো, জানুন দাম
বড় ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্স প্রকাশ্যে এলো শাওমির 14 আল্ট্রার লঞ্চের আগেই, দেখুন