Xiaomi 14 Ultra: বড় ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্স প্রকাশ্যে এলো শাওমির 14 আল্ট্রার লঞ্চের আগেই, দেখুন

Mrinal Roy
2 Min Read

শীঘ্রই লঞ্চ হচ্ছে বাজারে Xiaomi 14 Ultra দারুন ফিচার সহ এবং শক্তিশালী প্রসেসরের সাথে…

Xiaomi 14 Ultra Leaks

Xiaomi তার নতুন 14 Ultra স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে। Xiaomi 14 ও Xiaomi 14 Pro গত মাসে চীনে Snapdragon 8 Gen 3 SoC এবং নতুন HyperOS ইন্টারফেসের সাথে লঞ্চ করা হয়েছে এবং আগামী বছরের শুরুতেই Xiaomi 14 সিরিজ Xiaomi 14 Ultra ভারতে লঞ্চ হবে । এই স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরার সাথে আসবে বলে জানা গেছে। Xiaomi 14 Ultra-এর ক্যামেরাতে চারটি 50-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। Xiaomi 14 আল্ট্রার ক্যামেরার নেটিভ ফোকাল লেন্থ থাকবে 0.5x, 1x, 3.2x, এবং 5x ।

Xiaomi 14 Ultra Price

Xiaomi 14 Ultra আগামী বছরের জানুয়ারি মাসে 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি AMOLED স্ক্রিন সহ থাকবে বলে জানা গেছে । এটি Qualcomm এর সর্বশেষ Snapdragon 8 Gen 3 SoC থাকতে পারে । এটি একটি 5,500mAh ব্যাটারি দ্বারা সমর্থিত হতে পারে। Xiaomi 14 Ultra 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের (প্রায় 71,600 টাকা) মূল্যের সাথে লঞ্চ করা হয়েছিল।

এই ফোনটিতে একটি Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত এবং Xiaomi এর HyperOS ইন্টারফেসে থাকবে । Xiaomi 14 সিরিজের বৈশিষ্ট্য LTPO OLED ডিসপ্লে 2K পর্যন্ত রেজোলিউশন এবং 144Hz ডাইনামিক রিফ্রেশ রেট। উভয় মডেলেই 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে। 3টি কালারে বাজারে আসবে এবং অ্যান্ড্রয়েড 14 এর চলবে ও 5G সাপোর্ট এর সাথে । জল এবং ধুলো প্রতিরোধের জন্য তাদের একটি IP68 রেটিং রয়েছে। তো পুরো স্পেসিফিকেশনটি এক নজরে দেখা যাক ।

আরো পড়ুন,

Samsung Galaxy S24 Price, First Look, Release Date – AI ফিচার নিয়ে লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং S24

Xiaomi 14 Ultra Specifications

  • Prosessor : Qualcomm Snapdragon 8 Gen 3
  • RAM : 12 GB RAM
  • ROM : 256 GB
  • Display : 6.67 inches; AMOLED
    • 1440×3200 px
    • 144 Hz Refresh Rate
  • Rear Camera :
    • 50 MP Primary Camera
    • 50 MP Ultra-Wide Angle Camera
    • 50 MP Telephoto Camera
    • 50 MP Camera
  • Front Camera : 32 MP
  • Battery : 5500 mAh; 120W Fast Charging

ফিচার্সে ভরপুর সেরা 5 টি স্মার্টওয়াচ 5000 এরও কম দামে

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.