Hi Nanna Review: মন ভালো করার গল্প, অসাধারণ অভিনয়ে অ্যানিমাল ঝড়েও দর্শকমহলে প্রশংসিত Nani – Mrunal

Priyankush Maity
3 Min Read

রোমান্টিক ড্রামা জনরায় এতো এতো কাজ হয়েছে যে এখন কোন কাজ আসলেই সেটাকে কোনো না কোনো এঙ্গেলে রিপিটেড মনে হয়। সেই হিসাবে এইটা কোনো ওভার দ্যা টপ আহামরি গল্প না। তবে এর যে ট্রিটমেন্ট ও কিছু ছোট ছোট টুইস্ট টাইপ জিনিসগুলো, এটাকে একদম নতুনে কনভার্ট করে নিয়েছে। ফলে গল্প নতুন না মনে হলেও বোর তো লাগেই না বরং বেশ গ্রিপি ই মনে হয় সারাটা সময় জুড়ে। মানে গল্পটার পরপর কীকী হবে তা নরমাল দর্শক গেস করতে পারবে খুব সহজে। কেননা ওরম না হলে গল্পকে সামনেই টানা যাবেনা। তবে মেইন কথা কীভাবে ব্যাপারগুলোকে মিলিয়ে গল্পের সাথে জুড়ে দেবে। আর শেষমেশ এই ছোট ছোট হুক পয়েন্টগুলোই আপনাকে একদম শেষ অবধি ধরে রাখবে।

Hi Nanna Review In Bengali

🔸এই বছরের সেরা রমকম ফিল্ম Hi Papa মনে হলো আমার।আউটস্ট্যান্ডিং,অসাধারণ,চমৎকার।অনেক সাধারণ গল্প কিন্তু প্রেজেন্টেশন এত সুন্দর যে এই মুভির সাথে ইমোশনালি কানেক্ট হতে বাধ্য হবেন আপনি।

Hi Nanna Movie Cast

Story

🔹ভিরাজ একজন ফটোগ্রাফার & সিঙ্গেল প্যারেন্টস।মেয়ে
মাহিকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জিবন কাটাচ্ছিল কিন্তু মাহী সব সময় তার মায়ের কথা জিজ্ঞেস করতো।সাধারণ ভাবেই গল্প আগাচ্ছিল যতক্ষণ না তাদের জিবনে ইয়াশনার এন্ট্রি হলো।প্রথমার্ধ একদম সাধারণ ফিল্ম মনে হচ্ছিল কিন্তু ইন্টারভ্যালে যে টুইস্ট দিল পুরাই মাথাই নষ্ট।তারপর দিয়ে শুরু হয় আসল কাহিনী।ভিরাজ,মাহি,ইয়াশনা বন্ডিং,বন্ধুত্ব,ভালোবাসা।শেষের 30 মিনিট ইমোশনালি এত সুন্দর যে বলার বাইরে।

আরো পড়ুন,

Panchayat Season 3 First Look: আসতে চলেছে পঞ্চায়েত সিজন 3, জানুন কবে এই সিরিজের Release Date

Kadak Singh Review: দুর্বল চিত্রনাট্যে ভরাডুবি হলো Pankaj Tripathi অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার!

🔸হৃদয়ম ক্ষেত হেশাম আব্দুলের বিজিএম/মিউজিক এই মুভির প্রাণ।সাধারণ সিনকে ও মিউজিকের দ্বারা অসাধারণ করে তুলেছে।বিশেষ করে ইমোশনাল সিন গুলা।

🔹নানির অভিনয় সবসময় দুর্দান্ত।সাধারণত নানীর ফিল্মে নানি সবাইকে ছাড়িয়ে যায় কিন্তু এইখানে বিপরীত ম্রুণাল ঠাকুর নানীকে ছাড়িয়ে গেছে অভিনয়ে বিশেষ করে ইমোশনাল সিন গুলাতে।

আর হ্যা,যারা সিঙ্গেল প্যারেন্টস তাদের জন্যে মাস্ট ওয়াচ ফিল্ম। ইমোশনালি ফিল করতে পারবে তারা।

তাই যারা রোমান্টিক ড্রামা জনরা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি। তবে আমি অনুরোধ করবো সীতা রামামের মতন আরেক কাঁদো কাঁদো অবস্থায় চলে যেতে প্রস্তুত হয়ে দেখতে বসুন। যদিও এটি ততো ইন্টেন্স নয় বাট শতভাগ এঞ্জয়েবল।

Hi Nanna Release Date

Loading...

7 December 2023

আরো পড়ুন,

Animal Movie: রক্তে রাঙা এত জঘন্য সিনেমা বানানোর মানে কি ? অ্যানিমাল ছবি বিতর্কে বললেন এই পরিচালক

কমিক্স এর মতো হলো কি শাহরুখ কন্যার প্রথম ছবি? স্টার কিডসদের ডেবিউ কি ফ্লপ !

Share This Article