The Archies Review: কমিক্স এর মতো হলো কি শাহরুখ কন্যার প্রথম ছবি? স্টার কিডসদের ডেবিউ কি ফ্লপ !

Priyankush Maity
3 Min Read

দেখে নিলাম জোয়া আখতার পরিচালিত আর্চি কমিক সিরিজের অনুপ্রেরণায় তৈরি The Archies. ঘটনার প্রেক্ষাপট ১৯৬০ সনের Riverdale নামক উত্তর ভারতের এক অ্যাংলো- ইন্ডিয়ান অধ্যুষিত পাহাড়ি শহর। গল্পের মুখ্য চরিত্রে কমিক সিরিজের মতই রয়েছে আর্চিবাল্ড অ্যান্ড্রুস, ভেরোনিকা লজ, বেটি কুপার, রেজি ম্যান্টেল ও আরো কিছু টিনএজার।

The Archies Review In Bengali

কাহিনী এগোয় কৈশোরের এই বন্ধুদের মধ্যে, যারা একই স্কুলে পরে এবং যাদের মধ্যে infatuation, liking, charming, happening এই ব্যাপার গুলো আছে। মানে সোজা কথায় স্কুলে থাকার সময় আমরা যে adolescent phase পার করেছি সেই সময়, সরস্বতী পুজোর সময় যেমন গার্লস স্কুলের ছাত্রীরা বয়েজ স্কুলে কার্ড দিতে যাওয়া নিয়ে শিহরণ অনুভব করতো, কে চোখ পিটপিট করলো বা মুচকি হেসে হৃদয়ে আলপিন ফুটালো সেরকম ব্যাপার। তবে তফাৎ এটাই এদের স্কুল কো-এড ছিলো।

The Archies Imdb Rating – 7/10

আর্চিস কমিক্স যারা পড়েছেন তারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, তবে জোয়া আখতার পুরো journey টাই musical রেখেছেন, হওয়ারই ছিল কারণ অ্যান্ড্রুস নিজেই আর্চিজ ব্যান্ডের লিড সিঙ্গার। তাই গান গুলো ১৯৬০ এর মতই, jazz, pop সব মিলিয়ে মিশিয়ে গান তার সাথে মানানসই নাচ।

The Archies (2023 Cast)

Loading...
  • Suhana Khan
  • Agastya Nanda
  • Khushi Kapoor
  • Mihir Ahuja
  • Vedang Raina
  • Aditi Dot

সেট ডিজাইনিং খুব ভালো, পুরো কমিক সিরিজের মত এবং একই সঙ্গে ফ্যাশনও। ছোটো ছোটো witty lines বেশ ভালো।

আরো পড়ুন,

Best Bengali Web Series 2023

Dhootha Review: ভূতুড়ে গল্পের আড়ালে মিডিয়ার আসল চিত্র তুলে ধরলো প্রাইম ভিডিওর এই নতুন সিরিজ

বড়লোক বাবার মেয়ে ভেরোনিকা, বেটি আর আর্চি এই তিনজন আর তার বাকি বন্ধুদের নিয়ে ভারতীয় চিপকো আন্দোলন গড়ে ওঠে Riverdale এর Green Park কে বাঁচানোর জন্য।

এই সিরিজের থেকে বেশি আশা করার কিছু নেই, তবে বাচ্চা ছেলে মেয়েদের কাজ দেখতে আমার বেশ লেগেছে। বেশ engaging & lightly entertaining. আমার ব্যক্তিগত ভাবে অগস্ত্য নন্দা কে বেশ ভালো লেগেছে, সুহানা খান কে সেনসেশনাল লেগেছে with charming smile, খুশি কাপুরের স্ক্রীন অ্যাপিয়ারেন্স ও বেশ ভালো। বাকিদের নাম শেষে টাইটেল কার্ডে দেওয়া আছে আমি ওদের কে চিনতাম না আগে, এদের মধ্যে ভেদাং রায়না কে ভালো লেগেছে।

ওভারঅল must watch কখনোই নয়, যেমন আর্চি কমিক কখনোই must readable(আমার ব্যক্তিগত মত, কেউ offended হবেন না দয়া করে)নয় সেরকমই। তবে সেট এত ভালো বানিয়েছে, এমনকি ওয়াটার ফিল্টার থেকে শুরু করে রেডিও সব কিছুই এত নিখুঁত দেখতে বেশ লাগে।

আরো পড়ুন,

মাথা নেই মুন্ডু নেই জগাখিচুড়ি বানিয়েছে, অ্যানিমাল ছবি নিয়ে বললেন বাংলাদেশী পরিচালক

KGF এর থেকেও ভয়ংকর ছবি নিয়ে আসছে Yash প্রকাশ্যে এলো ছবির নাম, তার বিপরীতে নায়িকা সাই পল্লবী ?

Share This Article