Kadak Singh Review: দুর্বল চিত্রনাট্যে ভরাডুবি হলো Pankaj Tripathi অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার!

Priyankush Maity
3 Min Read

Kadak Singh Movie Review: সবাই যেখানে বলিউডের পাঠান,জাওয়ান, এনিমেল, ফাইটার, টাইগারের অপেক্ষায় থাকে সেখানে আমি অপেক্ষা থাকি বলিউডের একটা বারফি বা বারলি কি বারফি, একটা অক্টোবর বা ফটোগ্রাফারের,একটা পিকু বা গুলমোহরের, একটা কালা,মাশান,হাইওয়ে,ডিয়ার জিন্দেগি,রকস্টার, তামাশা,বাইউন্ড দ্যা ক্লাউডস,অ্যা ডেথ অফ গ্যাঞ্জ অথবা একটা তারে জামিন পারের জন্য…..

Kadak Singh Movie Review In Bengali

তাই এই সিনেমা নিয়েও আগ্রহ ছিল অনেক।
এই পরিচালকের লাস্ট সিনেমা “লস্ট” যদিও একদমই ভালো লাগেনি কিন্তু পিংক, অন্তহীন, অনুরনন,বুনোহাঁস অনেক ভালো লেগেছিল। বিশেষ করে অন্তহীন অনেক প্রিয়।এছাড়াও জয়া আহসান ছিল এটাও আগ্রহের অন্যতম কারন(আপনে তো আপনে হতো হে…)
কিন্তু এই সিনেমা আমার বিশেষ ভালোও লাগেনি আবার খুব খারাপও লাগেনি।দেখলাম আবার একসময় ভুলে গেলাম টাইপ সিনেমা। মনে রেখে দেওয়ার মতো লাগেনি….
যদিও অনেকের কাছে ভালো লাগতে পারে হয়তো।যেহেতু ফিল গুড টাইপ সিনেমা…

Kadak Singh Cast

Loading...

Kadak Singh Imdb Rating

7/10

Kadak Singh Movie Story

প্লট:
একজন গোয়েন্দা অফিসার সুসাইড জনিত এক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হয়,এবং মেমোরি লস্ট হয়।সে পুরনো সব ঘটনা, সম্পর্ক ভুলে যায়।
এখন তাকে তার স্মৃতি মনে করিয়ে আনার জন্য তার কাছের মানুষরা তাকে নিজেদের সম্পর্ক, বিভিন্ন ঘটনা ইত্যাদি গল্প বলতে থাকে।
মুলত চারটা গল্প একটা মেয়ের,একটা তার বান্ধবী, একটা অফিসের বস ও আরেকটা জুনিয়র কলিগের..
একই মানুষ একেক জনের কাছে একেক রকম।একটাই মানুষ তার পরিবারের ভীতর একরকম, বন্ধুদের সাথে একরকম,বান্ধবীর সাথে একরকম আবার অফিসে আরেক রূপ…
চার জনের ভেতর কে সত্যি বলছে কে মিথ্যা। কোনটা সে কোনটা নয়।কেনই সে সুসাইড করতে গেলো।সবায় সত্যি বলছে নাকি সব সাজানো।নাকি পিছনে রয়েছে অন্য ঘটনা এসব জানতে হলে সিনেমা দেখতে হবে…
প্লট দারুণ কিন্তু তবুও মনে দাগ কাটলো না কেন কে জানে…..

আরো পড়ুন,

The Archies Review: কমিক্স এর মতো হলো কি শাহরুখ কন্যার প্রথম ছবি? স্টার কিডসদের ডেবিউ কি ফ্লপ !

সিনেমার ক্যামেরার কাজ,সিনেমাটোগ্রাফী,ডিরেকশন সবাই খুবই সাধারণ ও গতানুগতিক। চোখে লেগে থাকার মতো বিশেষ কোমো ক্রিয়েটিভিটির কিছুই নেই।
বিজিএমও ফ্ল্যাট খুব….
শুধুমাত্র জয়া ও পাঙ্কাজের পরিচয় হওয়ার সময়টুকুতে বিজিএম, দৃশ্যধারণ কিছুটা মনে ধরেছে…
আর গল্প কিন্তু খুবই ধীর গতিতে আগায়।যদিও আমার স্লো মুভি দেখতে সমস্যা হয় না…

অভিনয়ে সবায় ভালো।সিনেমা মূলত বাবা ও মেয়ের।বাবা ও মেয়ে চরিত্র পাঙ্কাজ ও সাঞ্জানাকে ভালোই লেগেছে। ছোট চরিত্র প্রার্বতীকেও ভীষণ ভালো লেগেছে।
জয়ার কথা আলাদা করে বলি তাহলে এক কথায় সে অসাধারণ। কি নিখুঁত। যদিও তার স্ক্রিনিং টাইম কমই।কিন্তু যখনি পর্দায় এসেছে দারুণ। সিম্পল শাড়ির সাথে, কাঁধে শাল সাথে সাধাসিধা হালকা ম্যাকাপে তাকে ভীষণ স্নিগ্ধ লেগেছে।আরেকটু বেশি সময় পর্দায় থাকলে আরো ভালো লাগতো…..

সবমিলিয়ে মোটামুটি ধরনের একটা সিনেমা।ওয়ান টাইম ওয়্যাচএবল সিনেমা…

“”””প্রশ্ন একটাই জীবনের সব কি, মনে করে বেঁচে থাকাই শ্রেয় ? নাকি হঠাৎ সব ভুলে নতুন করে শুরু করতে পারালে বেশি শ্রেয় হতো..”””

Kadak singh Release Date

December 8, 2023

Trailer

আরো পড়ুন,

Animal Movie: মাথা নেই মুন্ডু নেই জগাখিচুড়ি বানিয়েছে, অ্যানিমাল ছবি নিয়ে বললেন বাংলাদেশী পরিচালক

Best Bengali Web Series 2023 {Best & Updated List} Hoichoi, Zee5, Chorki

Share This Article