T20 World Cup India Squad: টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষনা ভারতের, কে কে রয়েছে দলে ?

sudiproy877
2 Min Read

গোটা দেশজুড়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL এর জ্বর। কলকাতা থেকে পাঞ্জাব, কিংবা চেন্নাই থেকে ব্যাঙ্গালুরু সব শহরেই ক্রিকেট প্রেমীরা মেতে রয়েছে ক্রিকেট উৎসবে । এর মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষনা করলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল । দলে জায়গা পেয়েছে বেশ কিছু নতুন মুখ । তবে বিতর্কে উস্কে আবার অনেকেই ফর্ম না থাকা সত্ত্বেও জায়গা পেয়েছে এই দলে, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থেকেও উপেক্ষিত হয়েছে সিলেক্টরদের নজরের ।

India Squad For T20 World Cup 2024

টি20 বিশ্বকাপ ভারতীয় দল –
1.রোহিত শর্মা
2.যশস্বী জয়সওয়াল
3.বিরাট কোহলি
4.সূর্যকুমার যাদব
5.ঋষভ পন্থ
6.হার্দিক পাণ্ডে
7.সঞ্জু স্যামসন
8.রবীন্দ্র জাডেজা
9.কুলদীপ যাদব
10.শিবম দুবে
11.যশপ্রীত বুমরা
12.যুজবেন্দ্র চহাল
13.আরশদীপ সিংহ
14.অক্ষর পটেল
15.মহম্মদ সিরাজ

India World Cup Squad 2024

চলতি আইপিল এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে খেলতে গিয়ে নিজের ইমেজ ও ফর্ম দুটোই হারিয়েছে হার্দিক । একসময়ের ভারতের টি টোয়েন্টি দলের অন্যতম ভরসা এখন নিজের ফর্ম হারিয়ে দর্শকদের রোষের মুখে পড়েছেন । অন্যদিকে দীর্ঘ এক বছর দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম তারকা খেলোয়াড় রিংকু সিং জায়গা পায়নি বিশ্বকাপের প্লেয়িং ১১ । তাকে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় রাখা হয়েছে ।

টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 2024

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে, বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে ভাইস ক্যাপ্টেন নিয়ে লড়াই ছিল দু-জনের। হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স, কোনওটাতেই ভরসা দিতে পারছেন না। তবে বিশ্বকাপে অবশ্য তাঁর উপরই ভরসা রাখা হল। তাঁর জায়গা নিয়ে সন্দেহ থাকলেও, টিমে সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্বও দেওয়া হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনা ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে। এই জায়গার জন্য দৌড়ে ছিলেন অনেকেই। 2022 সালের ডিসেম্বরে গুরুতর দুর্ঘটনার পর IPL দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্থের। আইপিএলে ভরসা দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। তেমনই দৌড়ে ছিলেন ঈশান কিষাণ ও জীতেশ শর্মাও। ঋষভের অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি দলে এই দু-জনকেই দেখা গিয়েছিল। তবে সকলকে ছাপিয়ে আইপিএলে বিধ্বংসী পারফর্ম করা সঞ্জু স্যামসনকে দ্বিতীয় কিপার হিসেবে রাখা হল। প্রথম পছন্দ নিঃসন্দেহে ঋষভ পন্থ। জায়গা হল না লোকেশ রাহুলের।

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.