R Ashwin: 500 উইকেট তুলে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন অশ্বিন

Mrinal Roy
2 Min Read

ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে 500 উইকেট নিলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার তথা আজকে ইংরেজ ওপেনার ক্রলিকে আউট করে মাইলফলক স্পর্শ করলেন তিনি। ভারতীয় দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্ট ক্রিকেটে 500টি উইকেট পূর্ণ করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে অনিল কুম্বলের ক্লাবে ঢুকে পড়লেন অশ্বিন। নিজের 98তম টেস্টে 184 ইনিংসে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 26 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। ছ’বার ম্যাচে 10টি বা তার বেশি উইকেট গিয়েছে অশ্বিনের খাতায়।

ভারতে যে টেস্ট ম্যাচ চলছে সেই ম্যাচে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলির উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি। অশ্বিনের আগে বিশ্বে আট জনের এই কৃতিত্ব রয়েছে। সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে এই অঙ্ক স্পর্শ করলেন অশ্বিন। এছাড়া বিশ্বের পঞ্চম স্পিনার হিসেবে 500টি উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন তিনি। দ্রুততম 500 উইকেট নেওয়া ভারতীয়ের ক্ষেত্রে কুম্বলেকে ছাপিয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের 105তম টেস্টে 500 উইকেটের মাইলস্টোন পূর্ণ করেছিলেন অনিল কুম্বলে। অশ্বিন তাঁর 98তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের দ্রুততম 500 টেস্ট উইকেটের রেকর্ড মুথাইয়া মুরলিধরনের। রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্রিকেটে 500 উইকেটের পাশাপাশি 3308 রান রয়েছে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে 5টি সেঞ্চুরি এবং 14টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে 116 ম্যাচে 707 রান ও 156 উইকেট রয়েছে অশ্বিনের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে 65 ম্যাচে 72 উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ অশ্বিনকে শুভকামনা জানিয়ে এক্স-এ পোস্ট করেছেন।

T20 World Cup: ভারতের বিশ্বকাপ দলের অধিনায়কের নাম ঘোষণা বোর্ডের

জল্পনা কাটিয়ে ঘাটালেই প্রার্থী হবেন দেব, অভিষেকের মাস্টারস্ট্রোক!

Amrit Bharat Express: বাংলা পাচ্ছে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস, ভাড়া মাত্র ৯২৫ টাকা, জানুন বিস্তারিত

Share This Article