Mimi Chakraborty: তৃণমূলের সঙ্গে ‘ব্রেকাপ’ করে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর

Sandeep Sen
2 Min Read

একসময় মমতা ব্যানার্জি টলিউডের সেলিব্রিটি দিয়ে দল ভরাতে চেয়েছিলেন । অভিনয় জগৎ থেকে রাজনীতিতে প্রবেশে অবাধ স্বাধীনতা দিয়েছিলো খোদ তৃণমূল সুপ্রিমো । দেব থেকে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, রাজ চক্রবর্তী, শতাব্দী কেউ ই বাদ নেই এই তালিকা থেকে।

Mimi Chakraborty Resigns

কিন্তু বর্তমানে সেই তালিকা থেকে মিমি চক্রবর্তীর নাম বোধহয় বাদ হতে চলেছে। সম্প্রতি দেব রাজনীতি ছেড়ে দেবেন এই জল্পনা ছিলো তুঙ্গে । যদিও অভিষেক – মমতা হাইভোল্টেজ মিটিংয়ের পর জানা গেছে আপাতত তৃণমূলেই আছেন দেব এবং আগামী লোকসভা ভোটে ঘাটাল থেকেই প্রার্থী হবেন তিনি ।
এবারে যেন কিছুটা সেই পথে হেঁটেই তৃণমূলের সঙ্গে ‘ব্রেকাপ’ করলেন মিমি চক্রবর্তী ।
গতকাল মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি । যদিও মমতা ব্যানার্জি সেই ইস্তফা গ্রহণ করেননি এখনো । মিমি জানিয়েছেন, আগামী দু এক দিনের মধ্যেই লোকসভা স্পিকারের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেবেন তিনি । এর আগে লোকসভার স্ট্যান্ডিং কমিটির পদ থেকেও ইস্তফা দিয়েছে মিমি ।
অনেকেই মনে করছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের দলীয় নেতাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মিমি ।
যদিও মিমি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে চান না । নিজের অভিনয় কেরিয়ারে কাজের ক্ষেত্রেও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে । তাই এবারে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী।

সরফরাজ ধোঁকা দেয়নি, ডেবিউ টেস্টে জোড়া সেঞ্চুরিকে ছাপিয়ে গেলো সরফরাজের ইনিংস

Share This Article