Sarfaraz Khan: সরফরাজ ধোঁকা দেয়নি, ডেবিউ টেস্টে জোড়া সেঞ্চুরিকে ছাপিয়ে গেলো সরফরাজের ইনিংস

sudiproy877
2 Min Read

একেই হয়তো বলে ভদ্রলোকের খেলা থুড়ি জেন্টলসমান গেম । গতকাল ক্রিকেট বিশ্ব সাক্ষী থাকলো এক অনবদ্য ক্রিকেটীয় মুহূর্তের ।
ভারত – ইংল্যান্ড টেস্ট সিরিজের দুটি ম্যাচ ইতিমধ্যেই হয়ে গেছে । গতকাল তৃতীয় টেস্টের শুরুতেই প্রথমবার ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলো সরফরাজ খান । যদিও গত কয়েক মাস থেকেই তার নাম ভারতীয় বোর্ডের সিলেক্টরদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল । কিন্তু যে দেশে ঈশান কিশনের মতো ক্রিকেটারকে দলের বাইরে থাকতে হয়, সেখানে সরফরাজ তো এখনো নামহীন তারকা ।
রঞ্জি ট্রফি হোক কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সরফরাজ খান পরিচিত নাম । গত কয়েক বছরে তিনি যেন রান মেশিনে পরিণত হয়েছেন । বেশিরভাগ ম্যাচেই মাঠে নেমে সেঞ্চুরি হাঁকানো যেন তার বা হাতের কাজ ।

Sarfaraz Khan Test Debut

গতকাল টেস্ট ম্যাচেও তার যেন অন্যথা হয়নি। টেস্ট ম্যাচেও যেন টি টোয়েন্টির ঝলক দেখলো মাঠের দর্শক ।
শুভমন গিল আউট হয়ে মাঠের বাইরে ফেরার পর ভারতের অবস্থা বেশ সংকটজনক ছিলো কিন্তু সরফরাজ মাঠে নেমে ইংরেজ বোলারদের যেভাবে ছক্কা হাকিয়েছে তা সত্যি দেখবার মতোই ।

India vs England Test Series 2024

Loading...

কিন্তু নিজের ডেবিউ ম্যাচে যেন ভাগ্যদেবী ছিলেন না প্রসন্ন । ইনিংসের শুরুতেই মনে হচ্ছিলো এই ম্যাচে সরফরাজ সেঞ্চুরি করবেই । কিন্তু 62 রান করে জাদেজা কে বাঁচাতে গিয়ে নিজে আউট হয়ে মাঠ ছাড়লেন । হলোনা তার প্রথম ম্যাচে শতরান করে ইতিহাসে স্থান পাওয়ার সুযোগ । কিন্তু ম্যাচের শেষে সবার মুখে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে ‘ সরফরাজ ধোঁকা দেয়নি’ । হ্যাঁ, নিজে আউট হয়ে রবীন্দ্র জাদেজাকে সেঞ্চুরি করতে দিয়েছে । আর এটাই হয়তো ক্রিকেটের বিউটি, এটাই হয়তো জেন্টলামান গেমের স্পিরিট ।
দিনের শেষে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জোড়া সেঞ্চুরি যেন ফিকে হয়ে গেছে সরফরাজের 66 রানের সামনে ।

T20 World Cup: ভারতের বিশ্বকাপ দলের অধিনায়কের নাম ঘোষণা বোর্ডের

Share This Article