১৫ কোটিতে মুম্বাইয়ে যাচ্ছেন Hardik…
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে 2022 মেগা নিলামের আগে তারকা এই অলরাউন্ডারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইটি। দুই মৌসুম পর আবারও মুম্বাইয়ে ফিরছেন হার্দিক। ‘অল ক্যাশ ডিলে’ 15 কোটি রুপিতে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে নিচ্ছে পাঁঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
Hardik Pandya News
হার্দিক পান্ডিয়া বর্তমানে ভারতীয় দলের তারকা প্লেয়ার । এশিয়া কাপ থেকে বিশ্বকাপ সব স্কোয়াডে এই তারকা অলরাউন্ডার যেন আলাদা ভরসা ।
2015 তে IPL এ Mumbai Indians থেকে তার অভিষেক হয় । পরবর্তী সময়ে তারকা খচিত মুম্বই ইন্ডিয়ান্স দলের মধ্যে নিজের জায়গা পাকাপাকি ভাবে করে ফেলেন এই অল রাউন্ডার ।
মাঠের মধ্যে হোক কিংবা মাঠের বাইরে, হার্দিক পান্ডিয়া থাকেন সব সময় আলোচনার কেন্দ্র বিন্দুতে ।
Rohit Sharma, Surya Kumar Yadav কিংবা Jaspreet Bumrah বিশ্ব ক্রিকেটে তারকা খচিত এই নামের পাশে দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্স এর হয়ে খেলেছে হার্দিক।
Hardik Pandya News IPL
কিন্তু 2022 এ হঠাৎ ই দীর্ঘদিনের দল Mumbai Indians কে ছেড়ে যোগ দেন Gujarat Titans এ।
শুধুমাত্র তাই নয় নতুন দলে এসেই হয়ে ওঠেন Captain ।
Subhman Gill, Rashid Khan দের সঙ্গে নিয়ে গুজরাট দলের অধিনায়ক হয়েই জিতে নেন IPL এর ট্রফি ।
চলতি বছরের IPL এও তার দল গুজরাট ফাইনাল ম্যাচে Chennai Super Kings এর কাছে পরাজিত হয় ।
এমন সফল IPL অভিযান থাকা সত্বেও নিজের পুরনো দল Mumbai Indians এই ফিরে যাচ্ছেন হার্দিক।
ভারতের বিশ্বকাপ শেষ হতে না হতেই স্বাভবিকভাবেই এই খবরে শুরু হয়েছে শোরগোল ।
একদিকে মুম্বই এর ভক্তরা যেমন খুশি তেমনি Gujarat Titans এর ফ্যানরা অনেকটাই বিরক্ত হার্দিক এর এই সিদ্ধান্তে ।
Hardik Pandya News Today
যদিও ক্রিকেট expert দের ধারণা Mumbai Indians আগামীর অধিনায়ক হিসেবে হার্দিক কে পেতে চাইছে তাই এমন সিদ্ধান্ত ।
Rohit Sharma IPL এর ইতিহাসে সবথেকে সফলতম অধিনায়কদের মধ্যে একজন । তার অধিনায়কত্বে মুম্বই 5 বার আই পি এল জিতেছে ।
কিন্তু সময়ের আবহে তিনি এখন ধীরে ধীরে অবসরের পথে । হয়তো এই কারনেই ভবিষ্যতের কথা ভেবে Nita Ambani র দল হার্দিক কে দলে টানছে ।
Virat Kohli 49th Century : জন্মদিনে ইডেনে ইতিহাস তৈরি করে শচীনকে ছুলেন বিরাট
India Vs Australia World Cup Updates