Virat Kohli 49th Century : জন্মদিনে ইডেনে ইতিহাস তৈরি করে শচীনকে ছুলেন বিরাট – | ICC World Cup

sudiproy877
4 Min Read

Virat Kohli 49th Century

ক্রিকেট বরাবরই রেকর্ড ভাঙা গড়ার খেলা । বিশেষত এটি যখন ভারতের মাটিতে হয় তখন চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়ে থাকে ।
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শতকের মালিক মাস্টার ব্লাস্টার Sachin Tendulkar । যিনি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি শতকের ও মালিক । এই জন্যই হয়তো তাকে ক্রিকেটের ভগবান বলা হয়ে থাকে । সাড়ে চারশোর ও বেশি ওয়ানডে ম্যাচ খেলে তিনি 49 টি শতরান করেছেন । যা ইতিহাস যা বিশ্ব রেকর্ড ।
কিন্তু আজ সেই রেকর্ডের মালিক কিন্তু শুধু তিনি আর একা নন । 49 টি শতরানের এই রেকর্ডের মালিক এখন আর ও একজন । আর তিনি হলেন বিরাট কোহলি ।
ভালোবেসে ক্রিকেট ভক্তরা তাকে King Kohli ও বলে থাকেন ।

Virat Kohli Century Celebration Today

ICC CWC এ আজ কলকাতার মাটিতে Eden Gardens মাঠে South Africa র বিরুদ্ধে বিরাটের ব্যাটে শতরান । যার ফলে তিনিও বিশ্ব রেকর্ডের মালিক । শচীন টেন্ডুলকরের সঙ্গে তিনিও হলেন সর্বাধিক শতরানের মালিক । সাক্ষী থাকলো 70 হাজার দর্শক ।
ইতিহাস তৈরির এই সন্ধিক্ষণে কোটি কোটি দর্শক কে তিনি আবার বুঝিয়ে দিলেন কেন তিনি কিং কোহলি ।

বিশ্বকাপের ম্যাচে আজকের এই শতরান মোটেও সহজ ছিলো না । টসে জিতে ভারতীয় দলের ক্যাপ্টেন Rohit Sharma ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ।
রোহিতের ধুন্ধুমার ব্যাটিংয়ের সুবাদে মাত্র 6 ওভারেই ভারত পৌঁছে যায় 70 রানের ওপর ।
কিন্তু রোহিত আউট হওয়ার পর কিছুটা চাপ চলে আসে ভারতীয় দলের ওপর । রোহিতের পরই Keshab Maharaj এর দুরন্ত এক গুগলি বলে আউট হয়ে যায় শুভমন গিল ।
কিন্তু Virat কোহলি একদিকে দাঁড়িয়ে থেকেও শতক নিয়ে আসেন । মাঝে Shreyash Iyer এর সঙ্গে জুটি বেঁধে ভারতীয় স্কোর বোর্ডে যুক্ত করেন 250 এর ও বেশি রান । কিন্তু শ্রেয়স, K L RahulSurya Kumar Yadav পরপর আউট হওয়ার পর আবারো ভারতীয় দল চাপে পড়ে যায় ।
কিন্তু কথায় আছে, লেজেন্ড নাকি এভাবেই তৈরি হয়।
South Africa র দুর্দান্ত বোলিংএর সামনেও চাপ মুক্ত ক্রিকেট খেলে তৈরি করেন এক নতুন ইতিহাস ।

Virat Kohli Century Today

ইতিহাস তৈরির এই জার্নি মোটেও সহজ ছিলো না । মাঝের কয়েক বছর আউট অফ ফর্মে থাকার কারণে বিরাটকে সহ্য করতে হয়েছে অনেক ট্রোল ।
কিন্তু নিজেকে ভেঙে আবার গড়েছেন তিনি । আর বিশ্বকাপের এই মঞ্চে নিজেকে উজাড় করে দিয়েছেন । চলতি বিশ্বকাপে এখনো অব্দি অপরাজিত ভারতীয় দল । আর এই অপরাজিত দলের পেছনে বিরাটের বিরাট অবদান রয়েছে তা বলাই বাহুল্য ।

Virat Kohli 49th Century Live Updates

গত ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল Mumbai এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে । সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার। 88 রান করে শতকের সামনে এসেও করতে পারেননি নিজের 49 তম শতরান ।
কিন্তু আজ ইডেনে তৈরি করলেন ইতিহাস । একটা সময় শচীনকে কাঁধে নিয়ে এই বিশ্বকাপের মঞ্চেই 2011 সালে সেলিব্রেট করেছিলেন । আজ কাঁধে কাঁধ মিলিয়ে শচীনের সঙ্গে 49 তম শতকের অংশীদার তিনি ।
নিজের 35 তম জন্মদিনে আজ সমস্ত ভক্তদের দিলেন তিনি বার্থডে গিফট । ইডেন ও তাকে আপন করে নিয়ে মাঠে উপস্থিত সকল দর্শক সেলিব্রেট করলেন লেজেন্ড এর নতুন কীর্তিকে । দর্শকের মোবাইল ফোনের হাজার হাজার ফ্ল্যাশ লাইট বন্দি করলো ইতিহাস তৈরির এই সন্ধিক্ষনকে ।
আগামী দিনে তিনি আর ও হয়তো রেকর্ড তৈরি করবেন ।
তবে ক্রিকেট বিশ্বকাপের এই মঞ্চে আজ সারা পৃথিবী দেখলো নতুন এক লেজেন্ড তৈরি হতে ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বিরাট । পুরো ভারতের গর্ব, ক্রিকেটের কিং ….কোহলি ।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.