Virat Kohli 49th Century : জন্মদিনে ইডেনে ইতিহাস তৈরি করে শচীনকে ছুলেন বিরাট – | ICC World Cup

sudiproy877
4 Min Read

Virat Kohli 49th Century

ক্রিকেট বরাবরই রেকর্ড ভাঙা গড়ার খেলা । বিশেষত এটি যখন ভারতের মাটিতে হয় তখন চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়ে থাকে ।
ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শতকের মালিক মাস্টার ব্লাস্টার Sachin Tendulkar

। যিনি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি শতকের ও মালিক । এই জন্যই হয়তো তাকে ক্রিকেটের ভগবান বলা হয়ে থাকে । সাড়ে চারশোর ও বেশি ওয়ানডে ম্যাচ খেলে তিনি 49 টি শতরান করেছেন । যা ইতিহাস যা বিশ্ব রেকর্ড ।
কিন্তু আজ সেই রেকর্ডের মালিক কিন্তু শুধু তিনি আর একা নন । 49 টি শতরানের এই রেকর্ডের মালিক এখন আর ও একজন । আর তিনি হলেন বিরাট কোহলি ।
ভালোবেসে ক্রিকেট ভক্তরা তাকে King Kohli ও বলে থাকেন ।

Virat Kohli Century Celebration Today

ICC CWC এ আজ কলকাতার মাটিতে Eden Gardens মাঠে South Africa র বিরুদ্ধে বিরাটের ব্যাটে শতরান । যার ফলে তিনিও বিশ্ব রেকর্ডের মালিক । শচীন টেন্ডুলকরের সঙ্গে তিনিও হলেন সর্বাধিক শতরানের মালিক । সাক্ষী থাকলো 70 হাজার দর্শক ।
ইতিহাস তৈরির এই সন্ধিক্ষণে কোটি কোটি দর্শক কে তিনি আবার বুঝিয়ে দিলেন কেন তিনি কিং কোহলি ।

বিশ্বকাপের ম্যাচে আজকের এই শতরান মোটেও সহজ ছিলো না । টসে জিতে ভারতীয় দলের ক্যাপ্টেন Rohit Sharma ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ।
রোহিতের ধুন্ধুমার ব্যাটিংয়ের সুবাদে মাত্র 6 ওভারেই ভারত পৌঁছে যায় 70 রানের ওপর ।
কিন্তু রোহিত আউট হওয়ার পর কিছুটা চাপ চলে আসে ভারতীয় দলের ওপর । রোহিতের পরই Keshab Maharaj এর দুরন্ত এক গুগলি বলে আউট হয়ে যায় শুভমন গিল ।
কিন্তু Virat কোহলি একদিকে দাঁড়িয়ে থেকেও শতক নিয়ে আসেন । মাঝে Shreyash Iyer এর সঙ্গে জুটি বেঁধে ভারতীয় স্কোর বোর্ডে যুক্ত করেন 250 এর ও বেশি রান । কিন্তু শ্রেয়স, K L RahulSurya Kumar Yadav পরপর আউট হওয়ার পর আবারো ভারতীয় দল চাপে পড়ে যায় ।
কিন্তু কথায় আছে, লেজেন্ড নাকি এভাবেই তৈরি হয়।
South Africa র দুর্দান্ত বোলিংএর সামনেও চাপ মুক্ত ক্রিকেট খেলে তৈরি করেন এক নতুন ইতিহাস ।

Virat Kohli Century Today

ইতিহাস তৈরির এই জার্নি মোটেও সহজ ছিলো না । মাঝের কয়েক বছর আউট অফ ফর্মে থাকার কারণে বিরাটকে সহ্য করতে হয়েছে অনেক ট্রোল ।
কিন্তু নিজেকে ভেঙে আবার গড়েছেন তিনি । আর বিশ্বকাপের এই মঞ্চে নিজেকে উজাড় করে দিয়েছেন । চলতি বিশ্বকাপে এখনো অব্দি অপরাজিত ভারতীয় দল । আর এই অপরাজিত দলের পেছনে বিরাটের বিরাট অবদান রয়েছে তা বলাই বাহুল্য ।

Virat Kohli 49th Century Live Updates

গত ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল Mumbai এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে । সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার। 88 রান করে শতকের সামনে এসেও করতে পারেননি নিজের 49 তম শতরান ।
কিন্তু আজ ইডেনে তৈরি করলেন ইতিহাস । একটা সময় শচীনকে কাঁধে নিয়ে এই বিশ্বকাপের মঞ্চেই 2011 সালে সেলিব্রেট করেছিলেন । আজ কাঁধে কাঁধ মিলিয়ে শচীনের সঙ্গে 49 তম শতকের অংশীদার তিনি ।
নিজের 35 তম জন্মদিনে আজ সমস্ত ভক্তদের দিলেন তিনি বার্থডে গিফট । ইডেন ও তাকে আপন করে নিয়ে মাঠে উপস্থিত সকল দর্শক সেলিব্রেট করলেন লেজেন্ড এর নতুন কীর্তিকে । দর্শকের মোবাইল ফোনের হাজার হাজার ফ্ল্যাশ লাইট বন্দি করলো ইতিহাস তৈরির এই সন্ধিক্ষনকে ।
আগামী দিনে তিনি আর ও হয়তো রেকর্ড তৈরি করবেন ।
তবে ক্রিকেট বিশ্বকাপের এই মঞ্চে আজ সারা পৃথিবী দেখলো নতুন এক লেজেন্ড তৈরি হতে ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বিরাট । পুরো ভারতের গর্ব, ক্রিকেটের কিং ….কোহলি ।

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন