Royal Enfield Shotgun 650 Price, Mileage: বাইকের বাজারে রাজত্ব করতে এলো Shotgun 650, জানুন দাম

Mrinal Roy
2 Min Read

Royal Enfield এর নিউ ধামাকা আসছে Royal Enfield Shotgun 650 – এক নজরে দাম ও মডেল দেখে নিন …

Royal Enfield Shotgun 650 Price

Royal Enfield অনেক বছর ধরেই বাইকের দুনিয়াতে রাজত্ব করে আসছে । তবে এমাসেই বুকিং শুরু হয়ে গেছে নতুন Enfield যার নাম হল Royal Enfield Shotgun 650 । Enfield এর নতুন ধামাকা ইতিমধ্যেই অনেক জায়গাতে শোরগোল পড়ে গেছে । ভারতে এই বাইক Royal Enfield এর এক অন্যরকমই ইমেজ আছে যা রাইডার বা বাইক প্রেমীদের মন জয় করেছে এবং করে চলেছে । এবার Enfield 650CC এর এক নতুন দুর্দান্ত মডেল বার করলো । এটি এবারও হয় তো রাজ করতে চলেছে বাইকের দুনিয়াতে । এই বাইকটি অন্যসব Enfiled এর থেকে আরো শক্তিশালী এবং আরো উন্নত করে তৈরি করেছে Royal Enfield কোম্পানি যদিও বাইকটির দাম কম নয় । তবে সামনের বছরেই আসবে এই বাইকটি যার দাম হতে চলেছে 300000 – 350000 টাকা । আগামী বছর may মাসেই ভারতে লঞ্চ হবে এই Royal Enfield Shotgun 650 । চলুন এক নজরে দেখে আসি এর ইঞ্জিন ও ফিচার।

Royal Enfield Shotgun 650 Mileage

Royal Enfield Shotgun 650CC : এই বাইকটি 650CC এয়ার অয়েল কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন আবার 6টি গিয়ার এর সাথে । Royal Enfield Shotgun এ থাকছে গোল LED হেডলাইন এবং স্প্লিট সিট এর সাথে সিঙ্গেল সিটও আছে । আর এই বাইকটির ফটো যা Enfield কোম্পানি net এ ছেড়েছে তাতে বোঝা যাচ্ছে বাইক প্রেমীদের এই সিট এ আরামই পাওয়া যাবে । ব্রাকিংয়ের ক্ষেত্রে পেছনে ডিস্কব্রেক সাথে ABS থাকবে ।

Royal Enfield Shotgun 650 Features

Engine Type
Displacement
4 Stroke, Air-Oil Cooled, SOHC Engine
648 cc
Gear Box6-Speed
SpeedometerAnalogue
Length2122 mm
HeadlightHalogen
Tail LightLED
Brakes FrontDisc
Brakes RearDisc

Enfield shotgun 650 Top Speed

160kmph – 170kmph

Also read, Honda CB350 BABT Price, Speed: বাজার মাতাতে আসছে Honda

Car Insurance Online – Buy, Renew, Check Car Insurance Online Price

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.