এক বিশাল পাওয়ারফুল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে লঞ্চ হল Redmi K70 নিচে বিস্তারিত
Redmi K70 & Redmi K70 Pro Features
Xiaomi তাদের Redmi ব্র্যান্ডের K সিরিজের এক শক্তিশালী স্মার্টফোনের বাজারে পেশ করলো । K সিরিজের ফোন বরাবরই গ্রাহকদের বেশ পছন্দের । 2018 র শেষ দিকে রেডমি প্রথমবারের মতো বাজারে নিয়ে আসে Redmi k20 ও Redmi K20 Pro । উন্নত Processor, Pop up camera সহ একগুচ্ছ নতুন টেকনোলজি এই ফোনটিকে করেছিলো আকর্ষনীয়।
এই Redmi K সিরিজটির আগেও যে মডেল বেরিয়েছে তা সফল হয়েছে এবং তাই তারা আর একটি ফোন লঞ্চ করলো Redmi K70 । কোম্পানি এই ফোনটি 2টি নামে পেশ করবে K70 এবং K70 Pro আর 3টি ভেরিযেন্ট গ্রেন, ব্ল্যাক, হোয়াইট এ । এই মোবাইল ফোনের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে শাওমি চলুন দেখা যাক
Redmi K70 Pro Design
গীকবেঞ্চ এ Redmi K70 ফোনটিতে mediatek dimensity 8300 চিপসেট ও 16GB RAM এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং এ তৈরি করা হয়েছে । এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের এবং এক বিশাল ব্যাটারি যুক্ত ফোন এটিও একটি দুর্দান্ত পারফরম্যান্স এর ফোন হতে চলেছে যা ক্রেতাদের মন জয় করবে ।
Redmi K70 এর বিস্তারিত তথ্য
- Display – 6.67 inch
- Processor – Snapdragon 8 Gen 3
- RAM – 12GB, 16GB, 24GB
- ROM – 256, 512, 1TB
- Primary Camera – 50MP + 8MP + 2MP
- Front Camera – 16 MP
- Battery – 5500mAh
Xiaomi Redmi K70 Pro Specifications
Processor | Qualcomm Snapdragon 8 Gen 3 | 8 GB |
Display | 6.69 inches (16.99 cm) |
Rear camera | 50 MP + 12 MP + 8 MP + 2 MP |
Selfie camera | 24 MP |
Battery | 5120 mAh |
Redmi k70 Pro Price
43990 টাকা থেকে এই ফোনটির দাম শুরু হবে।
এই ফোনের প্রথম স্পেকস বেরোনোর পর থেকেই গ্রাহকদের মধ্যে redmi k70 নিয়ে দেখা যাচ্ছে আলাদা এক আগ্রহ । বর্তমানে Xiaomi ধীরে ধীরে মার্কেট শেয়ার হারাচ্ছে । সেই দিক থেকে দেখতে গেলে খুব শীঘ্রই তারা বিভিন্ন নতুন ফোনের চমক দিতে চলেছে Smartphone industry র বাজারে ।
Redmi K70 Pro Launch Date In India
November 29, 2023
আরো পড়ুন,
Realme C65 5G Price, Key Specifications, Launch Date
Oppo Pad Air 2 Price, Specifications, Launch Date