India Vs Australia World Cup Updates: 150 কোটির স্বপ্নভঙ্গ, অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো জিতলো বিশ্বকাপ

sudiproy877
3 Min Read

বিশ্বকাপ (World Cup)ফাইনাল ম্যাচে মাত্র 240 রানে গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস । আজ ভারতের ব্যাটিং দেখে কখনো মনেই হয়নি এই দল বিশ্বকাপ জেতা ডিসার্ভ করে। অনেকেই পিচ খারাপ এমন কথা বলেছেন । কিন্তু বিশ্বজুড়ে সমস্ত দর্শক দেখলো অস্ট্রেলিয়ার ব্যাটিং। শুরুতেই 3 উইকেট হারিয়ে ও অস্ট্রেলিয়া (Australia) কখনোই ম্যাচের বাইরে যায়নি।

India vs Australia Live Score Updates

হৃদয় ভাঙ্গার গল্প তো অনেক শুনেছেন, আজ হয়তো প্রতিটি ভারতবাসী অনুভব করলেন ।
বিশ্বকাপের এই মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে এই লজ্জাজনক হার হজম করতে বহুদিন সময় লাগবে সকলেরই ।
টানা দেড় মাস ধরে 150 কোটি ভারতবাসী যে Emotional Investment করেছিল তা আজকের সন্ধ্যায় যেন ভেঙেচুরে একসা হয়ে গেছে ।

বিশ্বকাপের এই টুর্নামেন্টে অনেক ইতিহাস তৈরি হয়েছে । Virat Kohli র 50 তম সেঞ্চুরি হোক বা Maxwell র ডাবল সেঞ্চুরি সব যেন ইতিহাসের পাতায় তোলা থাকবে ।
আজ থেকে বহুদিন পর যখন আমরা আজকের এই দিনকে স্মরণ করবো, হয়তো একরাশ হতাশা ছাড়া আর কিছুই চোখে পড়বে না।

ICC Cricket Live Today India

ফেবারিট হিসেবে ভারতীয় টিম আজকের ম্যাচে খেলতে নেমেছিলো। এর আগে ICC World Cup এ টানা দশ ম্যাচে জয় । ভরপুর আত্মবিশ্বাস ছিলো প্রতিটি ভারতীয় খেলোয়াড়ের ।
সঙ্গে ছিলো Narendra Modi Stadium এ ভারতের 130 কোটি দর্শক । সবমিলিয়ে বলা যায়, বিশ্বকাপ জেতা টা যেন ভারতের জন্য ছিলো শুধুমাত্র সময়ের অপেক্ষা ।

কিন্তু, সব যেন ভালো হয়েই স্বপ্নভঙ্গ করলো ।
অস্ট্রেলিয়া দল রোমান্টিক সিনেমায় ভিলেনের মতো এসে ভেঙে দিলো সকলের হৃদয় ।

কিন্তু আমরা যদি একটু Deepdive করি তাহলে দেখতে পাবো আজকের এই ম্যাচে ভারত কখনোই জেতার আসনে ছিলো না । শুরুতে ব্যাট করতে নেমে Subhman Gill এর আউট দিয়ে শুরু হয় হতাশা।
বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মাত্র 240 রানে গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস । আজ ভারতের ব্যাটিং দেখে কখনো মনেই হয়নি এই দল বিশ্বকাপ জেতা ডিসার্ভ করে ।

ICC Cricket World Cup 2023 Match Report

অনেকেই পিচ খারাপ এমন কথা বলেছেন । কিন্তু বিশ্বজুড়ে সমস্ত দর্শক দেখলো অস্ট্রেলিয়ার ব্যাটিং । শুরুতেই 3 উইকেট হারিয়ে ও অস্ট্রেলিয়া কখনোই ম্যাচের বাইরে যায়নি । একেই হয়তো বলে চাপের মধ্যে ও বিশ্বাস রেখে খেলা ।
Marnus Labuschagne Travis Head আবার প্রমাণ করলো ক্রিকেট এখনো অস্ট্রেলিয়ার ডমিনেশন ।

20 বছর আগে 2003 এর বদলা নেওয়া হলো না । হলো না 12 বছর পর আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন । 6 উইকেটে অস্ট্রেলিয়ার জয় আবার বুঝিয়ে দিলো শুরু যেমন ই হোক না কেন, শেষটা সুন্দর হওয়া উচিত ।

চলতি বিশ্বকাপের ট্যাগ লাইন ছিলো ‘It takes one day’ সত্যিই একদিনের খেলা । যে অস্ট্রেলিয়া সেমি ফাইনালে ওঠা নিয়ে অনিশ্চয়তা ছিলো, তারাই আজ বিশ্বকাপ জয়ী দল ।

আজকের হার, অত্যন্ত বেদনাদায়ক । আজকের হার যন্ত্রণার হার….
আবার অপেক্ষা 4 বছরের …..

Also read, ICC World Cup 2023 Live Updates Scoreboard

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.