জিৎ জিতুর যুগ্ম সাফল্যে ‘ মানুষ ‘ হয়ে উঠেছে দর্শকের Family Entertainment এর ছবি। সুপারস্টার Jeet তো আছেই, কিন্তু ‘ অপরাজিত ‘ পর এভাবে জিতুর ট্রান্সফর্ম সত্যিই প্রশংসনীয়।
Manush Movie Review
মানুষ যেন মানুষের গল্প 🥀
✅ গল্প :– গল্পটা লিখেছেন বাংলাদেশী পরিচালক সঞ্জয় সমাদ্দার।☀ খুব যত্ন করেই গল্প লিখা হয়েছে,,গল্পে প্রত্যেকটা চরিত্রকে ভালো জায়গা দেওয়া হয়েছে। গল্পের ডায়লগ গুলো খুবই ভালো ছিল। জিৎ দা একজন সৎ পুলিশ অফিসার,,, তার পরিবর্তন তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা এবং জিতু কমলের জীবনের একটি চমৎকার গল্প নিয়ে #মানুষের গল্পটি 🔥 । খুবই সাবলীল গল্প এমন গল্প টলিউডে তেমন দেখা যায়না এবং গল্পে যথেষ্ট গুরুত্বপূর্ণ টার্ন ছিল।❤ ট্রেইলার দেখে এই গল্প বুঝার কোন ক্ষমতা নেই …🤯. পুরো গল্পে যেই পরিমাণ টুইষ্ট রাখা হয়েছে তার ২০% ও ট্রেইলার দেখে বুঝার উপায় নেই।💞
Manush Cast
- Jeet
- Jeetu Kamal
- Bidya Sinha Mim
- Susmita Chatterjee
- Saurav Chakrabarti
Rating – 7/10
✅ সিনেমাটোগ্রাফি ও কালারগ্রেডিং (Cinematography) :- ক্যামেরা কাজ ছিল চমৎকার আপনাকে চোখের শান্তি দিবে। ❤আপনার কাছে মনেই হবে না এত কম বাজেটের কোন বাংলা ছবি এটা। ক্যামেরার কারিশমা জিৎ দার বিগত ছবিগুলোর চেয়ে ভালো হয়েছে। কালারগ্রেডিং ছিল চমৎকার, রাতের এ্যাকশন দৃশ্যগুলোতে আলোকসজ্জা ছিল অসাধারণ যা প্রশংসা না করলেই নয়। চোখের শান্তি মিলেছে।
Manush Movie Story
✅ ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গান (BGM) :- শিহরিত হওয়ার মতো বিজিএম ছিলো মানুষে … এ্যাকশন মোমেন্টগুলোতে বিজিএম ও ইমোশনাল পার্টে বিজিএম একদমই আত্মাতৃপ্তিময়। সিনেমার প্রত্যেকটি গান যেন ফাটাফাটি, বিশেষ করে টাইটেল ট্র্যাক খুব ভালো হয়েছে। গানটা শুনলে শরীরে অনেকটা এনার্জি আসে। তাছাড়া বৃষ্টির গান সহ সবগুলো গানই ছিল উপভোগ্য ❤। তবে একটা গান কম রাখলে ভালো হতো। কারণ গল্পের গতির সাথে মিলিয়ে রাখা হয়না একটা গান।
✅ এ্যাকশন (Action) :–
এ্যাকশন যেন জিতের রাবণ চেঙ্গিজেও ছাড়িয়ে গিয়েছে। টলিউডে জিৎ এ্যাকশনে “‘ওয়ান এন্ড অনলি””💥 কিন্তু রবি ভারমার এ্যাকশন কোরিওগ্রাফি তে যেন আরও দারুণ এ্যাকশন করছেন জিৎ দা। একদম ফাটিয়ে এনজয় করার মত এ্যাকশন। এই ছবির এ্যাকশন কখনোই কেউ বলতে পারবে না বলিউড সাউথের থেকে কোন অংশে কম হয়েছে।
আরো পড়ুন, Parnashabarir Shaap Hoichoi Review
অভিনয় (Acting) :- জিৎ দার অভিনয়ে নতুন করে কিছুই বলার নেই তিনি অনবদ্য অভিনয় করেন। জিৎ তো সব কিছুতেই সেরা,, বাবা মেয়ের ইমোশন দৃশ্য বা গরম গরম এ্যাকশন অথবা রোমান্সে … জিৎ সবসময় সবার মন জয় করার মতো অভিনয় করে। সাথে জিৎ কমল, জিৎ দার সাথে পুরো জমিয়ে দিয়েছে। অপরাজিত খ্যাত এই অভিনেতা হুট করে নিজেকে এমন চরিত্রে দেখাবে সেটা ভাবিনি। জিতু কমল বলেছিলেন এই ক্যারেক্টার সে ছাড়া আর কেউ পারবে না। এখন বুঝতে পারছি কেন বলেছিল। এছাড়া সুস্মিতা কে প্রচুর অভিনয়ের জায়গা দেওয়া হয়েছে এবং সে বেটার অভিনয় করেছে। সাথে বিদ্যা সিনহা মীমকে যতটুকু স্পেস দেওয়া হয়ে তাতে ভালো করেছে, এবং সৌরভ দাও চমৎকার অভিনয় করেছেন। বিশেষ কিছু এনজয়েবল জায়গা রয়েছে সৌরভ দার। এছাড়া প্রচুর কো আর্টিস্ট ছিল সবাই ভালো করেছে।
⚡স্ক্রিন প্লে আরেকটু ভালো হলেই পারতো। কিছুকিছু মুহুর্তকে উচ্চতর আকর্ষণে নিয়ে নিয়েও ফেলে দেওয়া হয়েছে। গল্পের প্রেজেন্টেশন আরেকটু লম্বা করে আরেকটু গুছাতে পারতো পরিচালক সাহেব। কিছু প্লট থেকে অন্য প্লটে যাওয়ার সুনির্দিষ্ট কারণ ছিলো না যার ফলে গল্পের আকর্ষণ কিঞ্চিত নষ্ট হয়েছে।
🔝তবে টলিউডে মৌলিক গল্পে কমার্শিয়াল ফিল্মের এক অনবদ্য সাক্ষী জিৎ ও মানুষ ছবিটি
🌐 DOLBY SOUND SYSTEM যা বাংলার এই প্রথমবার, সাথে রয়েছে HDR কালার গ্রেডিং, যা এই সিনেমা দেখার সময় আপনাকে এক দারুন অনুভুতি দেবে, অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিতে টুইস্ট গুলো বেশ জমজমাট, ২ঘন্টা কোথা দিয়ে কেটে গেছে বুঝতেই পারিনি দারুন এনজয়েবল ছিলো,
❇️ অল্প বাজেটে এমন মুভি বাংলাতে হচ্ছে এটা দারুণ ব্যাপার ইন্ডাস্ট্রির জন্য। সত্যিই কমার্শিয়াল সিনেমার প্রাণভমরা জিৎ। সবকিছু মিলিয়ে মানুষ একটি মেইনস্ট্রিম মাসালা ফিল্ম। জিৎ জিতু কমল 🔥💥 অনেকদিন পর একাদিক হিরোদের এমন গুজবাম্প লড়াই বাংলায় দেখতে পেয়েছি। মানুষে রয়েছে ইমোশন, লড়াই যুদ্ধ, টুইষ্ট। পুরো পরিবার নিয়ে উপভোগ্য সিনেমা মানুষ🌼
Manush Movie Release Date
November 24, 2023
আরো পড়ুন,
Ranbir Kapoor এর ‘অ্যানিমাল’ দেখে ছিটকে যাবে দর্শক, Bobby Deol এর ভয়ংকর রূপ প্রকাশ্যে
The Railway Men Review, Cast Story