Alia Bhatt Deepfake Video: বোল্ড পোশাকে নোংরা ইঙ্গিতপূর্ণ ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট

এই মুহূর্তে আলিয়া ভাটের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল । যেটা দেখার পর থেকেই Alia Bhatt এর ভক্তরা তোলপাড় শুরু করেছে...

sudiproy877
3 Min Read

Alia Bhatt Viral Deepfake video

বলিউডে যেন কারো কুনজর লেগেছে । একের পর এক অভিনেত্রীর Deep Fake ভিডিও যেন তেমনটাই বলছে ।
কিছুদিন আগেই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া । তারপর ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) কাজল(Kajol) সারা টেন্ডুলকার (Sara Tendulkar) এর ভিডিও র পর এবারে Deepfake ভিডিও র শিকার অভিনেত্রী আলিয়া ভাট ।
এই মুহূর্তে আলিয়া ভাটের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল । যেটা দেখার পর থেকেই Alia Bhatt এর ভক্তরা তোলপাড় শুরু করেছে Facebook থেকে X(Twitter) সমস্ত সামাজিক মাধ্যমে ।
এই ভিডিও তে আলিয়াকে চূড়ান্ত বোল্ড ভাবে প্রকাশ করা হয়েছে ।


এই ভিডিও দেখার পরই আপনার মনে হবে ভিডিওটি ফেক । তার মুখের সঙ্গে অন্য নারীর শরীর এডিট করে বিভিন্ন সামাজিক ও ওয়েব মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে । ভিডিও তে আসল নারী কে এবং তিনি কি করেন সেই বিষয়ে কোন তথ্য এখনো সামনে আসেনি ।
তবে ভিডিও ছড়িয়ে পড়ার পরই নানারকম কু মন্তব্য ধেয়ে এসেছে সোশাল মিডিয়াতে ।
Gangubai অভিনেত্রীর এই ভিডিও দেখার পর বিভিন্ন Bollywood সেলেবরা বিভিন্ন মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন ।
যদিও অভিনেত্রী Alia Bhatt এর তরফ থেকে এই ভিডিও নিয়ে কোন মন্তব্য সামনে আসেনি ।
কিন্তু আর কতদিন এইভাবে Deepfake ভিডিও র শিকার হতে হবে ? এই নিয়ে সোচ্চার হয়েছেন বিভিন্ন নারী সুরক্ষা সংগঠন

Alia Bhatt Deepfake News

যদিও ভিডিও টি AI Generated কিন্তু অনেকেই ভিডিওটিকে সত্য মনে করতেই পারেন । কারণ আলিয়া ভাট এর মুখকে যেভাবে এডিট করা হয়েছে হঠাৎ কেউ দেখলে তা সত্য ভেবে নিতেই পারেন ।
Deepfake কি এটা নিয়ে অনেকেই এখনো অজানা ।
আসলে Deepfake হলো সিনথেটিক মিডিয়ার (Synthetic Media) র একটি রূপ । যার মাধ্যমে কোন এক ব্যক্তির ছবি বা ভিডিওতে অন্য একজনের ছবি বা ভিডিও দিয়ে বদলে দেওয়া যায় এবং যার ফল পরবর্তীতে ভয়াবহ রূপ নিতে পারে ।

আগামী সপ্তাহেই আলিয়া ভাটের স্বামী Bollywood অভিনেতা Ranbir Kapoor এর বহুল প্রতীক্ষিত ও বিগ বাজেটের ছবি ‘Animal‘ রিলিজ হতে চলেছে । রিলিজের আগে হঠ্যাৎ ই আলিয়ার এভাবে ভিডিও ভাইরাল হয়তো কোন ব্যাক্তিগত শত্রুতা থেকেও হতে পারে । এমনটাই মনে করছেন অনেকে ।
তবে, ব্যাক্তিগত জীবন ও নারী সুরক্ষার দিক থেকে এই নিয়ে সকলেরই সোচ্চার হওয়া প্রয়োজন । কারণ, কখন আপনার আমার বাড়ির কারো এরকম নকল ভিডিও ভাইরাল হবে, তা কেউ জানে না ।

সুখী দাম্পত্যের গল্পে আবারো সিরিয়াল ইমেজে ঈশা, সৌরভ

Animal Movie: রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ কি কি কারণে Box Office এ ফ্লপ করতে পারে?

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.