Animal Movie: রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ কি কি কারণে Box Office এ ফ্লপ করতে পারে?

এনিম্যালের সাকসেসের পেছনে বিগেস্ট থ্রেট হতে পারে এই মুভির রানটাইম

Priyankush Maity
2 Min Read

এনিম্যালের সাকসেসের পেছনে বিগেস্ট থ্রেট হতে পারে এই মুভির রানটাইম৷ ৩ ঘন্টা ২১ মিনিট।
প্রথম থ্রেট সিঙ্গেল স্ক্রিনে শো কমে যাওয়া৷ বিরতির ১৫ মিনিট ও ফিল্ম শুরুর আগের ২০-২৫ মিনিটের এড সহ টোটাল ৪ ঘন্টা। একজন দর্শক একটা ফিল্মের জন্য ৪ ঘন্টা ব্যায় করবে। টিকটক/ওটিটির যুগে এইরকম ৪ ঘন্টা একবসায় ফিল্ম দেখা মানুষের সংখ্যা দিনে দিনে কমে আসছে৷ ধরে নিলাম ফিল্ম খুব বেশি এনগেইজিং, দর্শকের বোরিং লাগবেনা। কিন্তু তবুও সিঙ্গেল স্ক্রিনে চাইলেও দিনে ৪টার বেশি শো সম্ভব না, এমনকি ৪টাও সবজায়গায় পসিবল হবেনা৷

Animal Movie Box Office Predictions

Loading...

ডিরেক্টর নিজে এডিটর হলে যা হয়, সহজে সিন কাটতে চায়না, কারণ প্রত্যেকটা সিনই তার চোখে বেস্ট আউটপুট হয়েছিলো বলেই তিনি শট ওকে করেছিলেন৷ ঠিক সেখানেই হয়তো সানদিপ রেড্ডি আটকে গেছেন৷

টিকটক/ওটিটির যুগে এইরকম ৪ ঘন্টা একবসায় ফিল্ম দেখা মানুষের সংখ্যা দিনে দিনে কমে আসছে৷

Animal Movie Cast

Ranbir Kapoor

Ranbir Kapoor

image

Rashmika Mandanna

Bobby Deol

Bobby Deol

Anil Kapoor

Shakti Kapoor

গত ২৩ বছরে বলিউডে ৩ ঘন্টা ২০ মিনিট বা এর বেশি ডিউরেশনের ফিল্ম হয়েছে ২০/২৫ টার মত৷ কিন্তু ব্যাবসা সফল হয়েছে মাত্র ১টি ফিল্ম। তাও সেটি ২০০১ এ মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি ঘাম’। মুভির ডিউরেশন ছিলো ৩ ঘন্টা ৩০ মিনিট, ভার্ডিক্ট – ব্লকবাস্টার।
বাকি সবগুলো ফিল্মই বক্স-অফিসে এভারেজ/ফ্লপ হয়েছে। এমনকি ক্রিটিকদের প্রশংসা পাওয়া সত্ত্বেও হৃত্বিক রোশনের ‘যোধা আকবর’ মুভিটি প্রপার হিট হতে পারেনি। মুভিটির রানটাইম ছিলো ৩ ঘন্টা ৩৩ মিনিট৷

Animal Movie Budget

100 Cr.

আই জাস্ট হোপ এনিম্যাল ডোন্ট হেভ টু ফেইস সিমিলার ফেইট৷ রানবির ডিজার্ভস অ্যা ব্লকবাস্টার ❤️

Also read,

The Railway Men Review, Cast Story

Kannur Squad Review, Real Story

Share This Article