Redmi Watch 4: অসাধারণ ফিচার্স আর AMOLED ডিসপ্লে নিয়ে লঞ্চ হলো রেডমির স্মার্টওয়াচ 4

sudiproy877
2 Min Read

বাজারে চলে এসেছে AMOLED ডিসপ্লে সহ দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এর সাথে Redmi Watch 4

Loading...

আমরা জানি বাজারে অনেক কম দামের স্মার্টওয়াচ যা আমরা অনলাইনে বা বাজারের থেকে কিনতে পারি । তবে এই সস্তার ওয়াচ গুলি তুলনমূলকভাবে ব্র্যান্ডেড ওয়াচ এর তুলনায় লাস্টিং কম দেয় এবং টাকা বৃথা যায়। যাই হোক আমরা বাজারে অনেক দামী ও কম দামী ওয়াচ দেখে থাকি তবে অন্তত 2 হাজার বা এর থেকে বেশি দামের ভালো ওয়াচ পেয়ে যাবো দুর্দান্ত ফিচার সহ এবং একটা প্রিমিয়াম vibe দেবে ।

Redmi Watch 4 Price

Redmi কোম্পানি এক নতুন লুক দিয়ে লঞ্চ করলো Redmi Watch 4 । এই ওয়াচ এ দারুন ফিচার সহ মার্কেটে তুমুল ঝড় আনলো যা শোনা যাচ্ছে ক্রেতাদের মন জয় করছে । চলুন জেনেনি এই Redmi Watch 4 এ থাকছে আমুলেড ডিসপ্লে এবং দীর্ঘসময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ 600 নিটস ব্রাইটনেস এর সাথে যা ঘরের বাইরে অর্থাৎ রোদের মধ্যে ইউজ করার জন্য যথার্থ। এর সাথে থাকছে 200 টির মত ওয়াচ ফেস যার দরুন ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী সেট করতে । এই ঘড়িতে অ্যালুমিনয়াম ফ্রেম থাকবে এবং মেটাল বডি। কোম্পানি জানিয়েছে চারটি রিস্টব্যান্ড এর সাথে আসছে ও 5ATM ওয়াটার রেজিস্টান্স এর সাথে GPS । সাদা ও কালো রঙে দেখা যাবে এবং প্রাইস থাকছে 2000 টাকা মাত্র ।

Redmi Watch 4 Features

ওয়াটারপ্রুফ : (5ATM)
50m ওয়াটার রেজিস্ট্যান্স
ডিসপ্লে : Type AMOLED, 600 nits
সাইজ : 1.97 inches
রেসলুশন : 450 x 390 pixels
Always-on display
ব্যাটারি : Li-Po 470 mAh

Redmi Watch 4 Release Date

LAUNCHAnnounced2023, November 29
StatusAvailable. Released 2023, November 29
BODYDimensions47.6 x 41.1 x 10.5 mm (1.87 x 1.62 x 0.41 in)
Weight31.5 g (1.13 oz)
BuildPlastic back, aluminum frame
SIMNo
 Waterproof (5ATM)
50m water resistant
DISPLAYTypeAMOLED, 600 nits (peak)
Size1.97 inches
Resolution450 x 390 pixels (~302 ppi density)
 Always-on display
PLATFORMOSHyperOS

আরো পড়ুন,

Top 5 Smartwatches Under 5000: ফিচার্সে ভরপুর সেরা 5 টি স্মার্টওয়াচ 5000 এরও কম দামে

দুর্দান্ত ক্যামেরা, আকর্ষনীয় ডিজাইন সহ Redmi K70 Pro র টিজার প্রকাশ্যে

Share This Article