India Squad South Africa Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত, বিরাট হীন দলের নতুন অধিনায়ক ঘোষনা !

Sandeep Sen
2 Min Read

চলতি ভারত বনাম অস্ট্রেিয়ার সিরিজের পরই ভারতীয় ক্রিকেট দল রওনা দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ।
আগামী 10 ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ । আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পক্ষ থেকে আসন্ন এই সিরিজের জন্য ODI দলের ঘোষনা করেছে ।
বিশ্বকাপ শেষ হওয়ার পরই বেশিরভাগ খেলোয়াড় বিশ্রামে রয়েছে । যদিও বিশ্বকাপের ফলাফল আশানুরূপ হয়নি, কিন্তু দীর্ঘ দেড় মাসের এই টুর্নামেন্টে বেশিরভাগ খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত । তাই BCCI এর পক্ষ থেকে Rohit Sharma, Virat Kohli দের বিশ্রাম দেওয়া হয়েছে । বিশ্রামে রয়েছে ভারতীয় ফাস্ট বোলার Jaspreet Bumrah, Mohammad Siraj রাও।

India Vs South Africa Odi Squad 2023

সামনেই T20 বিশ্বকাপ আসতে চলছে । জল্পনা অনেক তরুণ ক্রিকেটার ও এই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ।
এক্ষেত্রে এগিয়ে রয়েছে Rinku SinghRituraj Gaikwad এর নাম । এছাড়াও সঞ্জু স্যামসাং ও রয়েছে সিলেক্টর দের নজরে ।
বিশ্বকাপের আগে তাই তরুণ এই দলকে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের সামনে একবার ঝালিয়ে নেওয়া ও হবে যাবে ।
তো, চলুন দেখে নেওয়া যাক, ওডিআই সিরিজের জন্য কাদের দলে রাখা হয়েছে ।

India Vs South Africa Odi Squad 2023 Players List

Loading...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড:

  • কেএল রাহুল (অধিনায়ক), চাহাল, সঞ্জু, রিংকু, রুতুরাজ, সুধারসন, তিলক, পতিদার, আইয়ার, অক্ষর, সুন্দর, কুলদীপ, মুকেশ, আভেশ, আরশদীপ এবং চাহার।

ভারত এই সিরিজে টেস্ট, T20 ও ওডিআই ম্যাচ খেলবে।
এই প্রথমবার ভারতীয় দলের বিদেশ সফরে তিনজন আলাদা আলাদা অধিনায়ক রাখা হয়েছে তিনটি আলদা ফরম্যাটের জন্য ।

 আরো পড়ুন

Mumbai ফিরছেন হার্দিক, Mumbai Indians এ নতুন ক্যাপ্টেন ?: India Squad South Africa Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত, বিরাট হীন দলের নতুন অধিনায়ক ঘোষনা ! Virat Kohli 49th Century : জন্মদিনে ইডেনে ইতিহাস তৈরি করে শচীনকে ছুলেন বিরাট: India Squad South Africa Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত, বিরাট হীন দলের নতুন অধিনায়ক ঘোষনা !

Share This Article