Animal Movie Release Date In Bangladesh
অবশেষে বাংলাদেশে (Bangladesh) মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) অ্যানিমাল ছবিটি ।
বেশ কিছুদিন থেকেই এই ছবিটির বাংলাদেশে মুক্তি নিয়ে নানারকম আপডেট দেখা যাচ্ছিলো। কিন্তু সঠিক কোন তথ্য জানা যায়নি ।
আজ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় জানিয়েছে আমদানি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ছবিটি ।
এর আগে কিসি কা ভাই কিসি ক জান, পাঠান ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশে । এছাড়া Tollywood ইন্ডাস্ট্রির বিভিন্ন ছবি তো বহুদিন থেকেই ভারত থেকে বাংলাদেশে মুক্তি পেয়েছে । এবারে সেই পথে হাঁটতে চলেছে ভারতের দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডির এই নতুন ছবিটি । স্বাভবিকভাবেই খুশি দর্শকমহল ।
এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের তাবর তাবর বেশ কিছু অভিনেতা । রণবীর কাপুর ছাড়াও এই ছবিতে দেখা যাবে …
Animal Movie Cast
- রণবীর কাপুর (Ranbir Kapoor)
- অনিল কাপুর (Anil Kapoor)
- রশ্মিকা মান্দনা (Rashmika Mandanna)
- ববি দেওল (Bobby Deol)
- শক্তি কাপুর (Shakti Kapoor)
এর আগে রণবীর কাপুরের ব্রম্মাষ্র ছবিটি ভারতে ব্যাপকভাবে ব্যবসা করেছে ।
এবারে রণবীরকে দেখা যাবে একদম অন্য ভূমিকায় ।
মূলত বাবা আর ছেলের লড়াইয়ের এই গল্পে মারধর আর ভায়োলেন্স রয়েছে ব্যাপকভাবে ।
টিজার, ট্রেইলার রিলিজের পর ছবির পরিচালক জানিয়েছেন ‘ এত ভায়োলেন্স এর আগে কোন ভারতীয় ছবিতে দেখা যায়নি।
পরিচালক সন্দীপ রেড্ডির এর আগের ছবি ‘ Kabir Singh’ ব্লকবাস্টার হিট । অরিজিৎ সিং, সোনু নিগম, B Praak এর গলায় এই ছবির অ্যালবাম ইতিমধ্যেই দর্শক পছন্দ করতে শুরু করেছে ।
রণবীর – রশ্মিকা জুটি সেই সঙ্গে ববি দেওলের অনবদ্য অভিনয় অ্যানিমাল ছবিকেও যে ব্লকবাস্টার এর পথে নিয়ে যাচ্ছে তা রিলিজের আগে 15 কোটি টাকার অগ্রিম বুকিং ই বলে দিচ্ছে ।
অ্যানিমাল মুভি বাংলাদেশ রিলিজ ডেট
1st December 2023
বাংলাদেশে কবে মুক্তি পাবে অ্যানিমাল ?
বাংলাদেশে এই ছবির ডিস্ট্রিবিউটির কিবরিয়া ফিল্মস জানিয়েছে ভারতের সঙ্গে ‘ ১লা ডিসেম্বর ২০২৩ ‘ বাংলাদেশেও মুক্তি পাবে অ্যানিমাল ছবিটি ।
দীর্ঘদিন থেকে বাংলাদেশে সেভাবে ব্যাবসায়িক সফল কোন ছবি রিলিজ হয়নি । অ্যানিমাল ছবিটি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশী দর্শকমহলে তুমুল উচ্ছাস দেখা গেছে ।
স্বভাবতই এই খবরে খুশি হল মালিকেরাও ।
এখন দেখার শেষমেশ এই ছবিটি কতটা ব্যাবসা করতে পারে বাংলাদেশে ?
আরো পড়ুন,
রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ কি কি কারণে Box Office এ ফ্লপ করতে পারে?
ডাংকির নতুন গানে Taapsee Pannu র প্রেমে লুট পুট শাহরুখ খান
Independence Day তেই মুক্তি পাবে War 2, উচ্ছসিত হৃত্বিক ভক্তরা