Animal Advance Booking Collection
Animal এডভান্স টিকিট বুকিং 4 কোটি Complete
ওপেনিংয়েই ব্লকবাস্টার হতে যাচ্ছে এনিমেল
১৮ মিনিটের লম্বা ইন্টারভাল ব্লক ডিজাইন করেছেন নির্মাতা সুপ্রীম সুন্দর। এই সিনেমার একশান নির্মাতাই সুন্দর। মালায়ালাম সিনেমা থাল্লুমালার একশান দেখেই এনিমেল থেকে একশানের জন্য সুন্দরকে অফার করেছে।
Animal Advance Booking Status
রিসেন্ট মালায়ালামের আলোড়ন সৃষ্টিকারী সব একশান সিকুয়েন্সই ছিল সুন্দরের করা।
সুরিয়ার কাঙ্গুভার একশান সিকুয়েন্স ও করবে সুন্দর।
এনিম্যাল ছবির কিছু গুরুত্বপূর্ণ ঘটনা:-
হায়দ্রাবাদে এনিম্যাল প্রি রিলিজ ইভেন্ট হবে যেখানে অতিথি হিসেবে থাকবেন এস এস রাজা মৌলি
এনিম্যালর যে হাইপ তাতে জাওয়ানের ওপেনিং রের্কড ব্রেক করবে এটাই এখন ধারনা করছে ক্রিটিকসরা।
এনিমেল সিনেমা টা মহেশ বাবুর রিজেক্ট সিনেমা ছিল।
এনিমেলের তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস ১৫ কোটিতে কিনে নিয়েছে ডিল রাজু, রনবীর কাপুরের ক্যারিয়ারের একটা মাইলফলক বেষ্ট সিনেমা হতে যাচ্ছে এটা শিউর।
Animal Movie Story
সাউথের ডিরেক্টররা সিনেমার গল্প লিখার সময় তাদের ধর্মীয় মিথোলজি থেকে প্রচুর রেফারেন্স নেয়। Animal এর ক্ষেত্রেও স্বান্দিপ রেড্ডি (Sandeep Reddy Vanga)রনবীর এর ক্যারেক্টার টা একটা মিথোলজিকাল চরিত্র থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছে ।এনিমেল মুভিতে রনবীর এর চরিত্র টা সরাসরি হিন্দু গড পরশুরাম থেকে ইন্সপায়ার্ড হওয়া। প্রচুর সাদৃশ্য রয়েছে পরশুরাম এর সাথে।
পরশুরাম প্রচন্ড লেভেলের পিতৃভক্ত ছিলেন। নিজের পিতার হত্যার প্রতিশোধ নিতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যেই ক্ষত্রিয়রা তার পিতাকে মেরেছে তাদের সবাইকে তিনি মেরে ফেলবেন। প্রচলিত আছে ৪১ বার দুনিয়া ভ্রমণ করে সারা দুনিয়া থেকে তিনি সব ক্ষত্রিয়দের মেরে ফেলেছিলেন।তিনি তার জীবন পুরোটাই পিতার জন্য সমর্পিত করেছিলেন এবং বিষ্ণুর অন্যন্য অবতারের তুলনায় পরশুরাম প্রচন্ড ভায়োলেন্ট ছিলেন।
সিনেমার গল্পে ও রনবীর তার পিতার জন্য দুনিয়া জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়, তার সবকিছুই তারা পিতা । আরো একটা সিমিলারিটি হলো, পরশুরামের অস্ত্র ছিলো কুঠার, আর এনিমেলেও রনবির সেইম কুঠার নিয়েই যুদ্ধ করে।
আরো পড়ুন,Kantara 2 First Look Out: আতকে ওঠার মতো ‘কান্তারা 2’ র ফার্স্ট লুক আউট
Parambrata Chatterjee Wedding: অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত
রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ কি কি কারণে Box Office এ ফ্লপ করতে পারে?
Mahesh Babu as Chief Guest at ‘Animal’ Pre-Release Event