Sunil Grover Kapil Sharma Show News
হাসতে ভালোবাসেন ? তাহলে নিশ্চই দি কপিল শর্মা শো (The Kapil Sharma show) নিশ্চই দেখেছেন ? Sony TV এর এই কমেডি শো শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও বেশ জনপ্রিয় ।
YouTube থেকে Instagram সমস্ত জায়গায় এই শোয়ের বিভিন্ন ক্লিপ সমানভাবে ভাইরাল ও জনপ্রিয় ।
কপিল শর্মা শোতে সুনীল গ্রোভার মানে মাশুর গুলাটি কিংবা রিংকু বৌদি আবার ফিরছে !
হ্যাঁ, ঠিকই পড়ছেন সবাই যে খবরটা র জন্য এতদিন অপেক্ষা করেছিলো, বা বলা যায় কপিল শর্মা আর সুনীল গ্রোভার কে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলো, তাদের জন্য সুখবর ।
আবার দুজনকে একসঙ্গে দেখা যাবে । দেখা যাবে Dr. Mashoor Gulati র অনবদ্য কমেডি ।
দীর্ঘ 6 বছরের বিবাদ কাটিয়ে আবার একসঙ্গে দেখা যাবে দুজনকে Netflix এ।
আজ নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি টিজার ড্রপ করা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে কপিল শর্মা আর সুনীল গ্রভারকে একসঙ্গে ।
ভিডিওতে কপিল সুনীল কে বলছে ‘ এবার থেকে আমাদের শো 190 টি দেশে দেখা যাবে ‘। প্রত্যুত্তরে সুনীল বলে ‘ সব দেশে করলেও অস্ট্রেলিয়া করবো না’ ।
এরপর কপিল আবার বলে ‘ আমরা অস্ট্রেলিয়া তেও শো করবো ‘।
তখন সুনীল মজার ছলে বলে,’ অস্ট্রেলিয়া গেলে আমরা আর ফ্লাইটে যাবো না, হেঁটে হেঁটে যাবো ‘ ।
Sunil Grover Kapil Sharma Together
আসলে ঘটনা হলো, বছর ছয়েক আগে এক শো করে দেশে ফেরার ফ্লাইটে কপিল শর্মা আর সুনীল গ্রোভারের মধ্যে বিবাদ লেগে যায় ।
জানা যায়, ফ্লাইটে কপিল শর্মা মদ্যপান করে সুনীল গ্রোভার কে জুতো ছুড়ে মারে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ।
যদিও এরপর কপিল শর্মা নিজের ভুল বুঝতে পেরে নানা সময় বিভিন্ন জায়গায় সুনীল গ্রোভারের কাছে নিজের ভুল স্বীকার করে । কিন্তু তারপরও সুনীল আর ফিরে আসেনি শো তে ।
আরো পড়ুন, খুনি গ্রামের ভয়ংকর গল্প, একা না দেখাই ভালো !
অনেকেই মনে করেন, কপিল শর্মা শোতে আলাদা একটা প্রাণ এনে দিতো ডক্টর মশুর গুলাটির ওই চরিত্র ।
বিভিন্ন সময়ে, সালমান খান হোক কিংবা শাহরুখ খান তাদের দুজনকে মেলানোর চেষ্টা করেন । কিন্তু তা সফল হয়নি ।
অবশেষে সেই অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে বিশ্বের সবথেকে বড় OTT platform Netflix ।
নতুন এই শোয়ে থাকবে পুরনো অনেক অভিনেতা
- Kapil Sharma
- Sunil Grover
- Kiku Sharda
- Archana Puran Singh
- Krishna Abhishek
- Rajeev Nigam
6 বছর পর নেটফ্লিক্স দুজনের সমস্ত বিবাদ মিটিয়ে আনতে চলেছে শো। দুজনকে একসঙ্গে দেখার অপেক্ষায় সমস্ত দর্শক। হাসির রোল যে আবার সকলের পেটে ব্যাথা শুরু করাবে ত কিন্তু বলাই বাহুল্য ।
আরো পড়ুন, কেমন হলো রণবীর কাপুরের অ্যানিমাল? ব্লকবাস্টার নাকি ফ্লপ ? দেখার আগে জেনে নিন সব
Independence Day তেই মুক্তি পাবে War 2, উচ্ছসিত হৃত্বিক ভক্তরা