Sam Bahadur Review: অ্যানিমালের দাপটেও দর্শকমহলে প্রশংসিত ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’

Priyankush Maity
4 Min Read

Sam Bahadur Review In Bengali

এক্কেবারে প্রথমে একটা প্রশ্ন করতে চাই পরিচালকমেঘনা গুলজারকে। আপনি Animal এর সঙ্গে Sam Bahadur Release keno করলেন? আপনি কি জানেন না যে Vegetable যতই উপকারী হোক মানুষের Fast Food এই আকর্ষণ বেশি !!!! এইরকম একটা সিনেমা শুধু একটা বাজে hyped movie র জন্য backfoot এ চলে যেতে পারে !!!!

হ্যা। Sam Bhadur দেখলাম কাল। কাকে দেখলাম ? The First Indian Field Marshal Sam Hormusji Framji Jamsedji Manekshaw কে দেখলাম আবার কাকে? হ্যা এক্কেবারে ঠিক ধরেছেন। ভিকি কৌশল নয়, শ্যাম মানেকশকে ই দেখলাম পর্দায়। একটা কথা বাজি রেখে বলতে পারি, খোদ শ্যাম এই সিনেমায় অভিনয় করলেও এতটা করতে পারতেন না যতটা ভিকি করেছেন। Just চোখ ফেরানো দায়। হাঁটা চলা, ওঠা বসা, দাড়ানো, কথা বলা, চোখের চাউনি!!!! Oh My God !! Oh my God !!!! Hat’s off to the casting director for choosing Vickey on the lead.
Vickey কে যোগ্য সঙ্গত করেছেন তার স্ত্রীর চরিত্রে Saniya Malhotra। কোথাও এতটুকু বাড়াবাড়ি নেই। সুন্দর, সুশীল, ব্যাক্তিত্ব ময়ী। বাকি সব চরিত্রই একদম যথাযথ। শুধু যেটা সবাই trailer দেখে বুঝেই গেছেন যে Indira Gandhi r চরিত্রের জন্য Fatima Sana Seikh সঠিক choice নন। যদিও তিনি চেষ্টার ত্রুটি রাখেননি তবে Indira Gandhi র Personality তুলে ধরার জন্য আরেকটু শক্তিশালী অভিনেত্রীর প্রয়োজন ছিল।

Sam Bahadur Rating

Loading...

IMDb Rating – 8.3/10

এবার আসি ছবির কথায়। শ্যাম মানেকশ এর জন্ম 1914. Retire করেছেন 1974 এ। শুধু ভেবে দেখুন এর মধ্যে ঠিক কতগুলো যুদ্ধ হয়েছে। এত গুলো যুদ্ধ কে ডিটেইলে দেখাতে গেলে সিনেমা নয় সিরিজ দরকার। 2 hrs 25 mins এর সিনেমায় তাই সেই খামতি টা থাকবেই। ( তবে I strongly wish যে শ্যাম মানেকশকে নিয়ে একটা সিরিজ হোক এবং
তাতে ভিকি কৌশল ই অভিনয় করুন। ) সিনেমার পরিসরে যতটা দেখানো যেত ততটা দেখিয়েছেন পরিচালক মেঘনা গুলজার। শ্যাম কে নিয়ে তার research চোখে পড়ার মতন। যে কটা যুদ্ধকে সময় দেওয়া হয়েছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আসামে MNF দমন বা 1971 এর মুক্তিযুদ্ধ সবকটাই দাগ কাটবে মনে। Cinematography, BGM সব কিছু মিলিয়ে Very Very much worthy to watch. আর গায়ে কাঁটা দেয় আর্মির প্রতিটি রেজিমেন্ট কে সম্মান প্রদর্শন করে গাওয়া ” Badhte Chalo ” গানটি। It has truely portrayed the actual Picture of our Unity in Diversity.

আরো পড়ুন,

Animal Review: পারিবারিক যুদ্ধে রণবীরের রক্তাক্ত ‘ অ্যানিমাল’ কি পারবে ব্লকবাস্টার হতে?

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি রিভিউ: জীবনের গল্পে উজ্জ্বল তিশা অভিনীত

সব শেষে একটা কথা বলার।

Animal সিনেমার Manliness নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু একজন সত্যিকারের পুরুষমানুষ কেমন হন সেটা Sam Bahadur দেখে বা বলা ভালো শ্যাম বাহাদুর কে দেখে শেখা উচিত ।
” Admi chahe kinta bhi jung jitle ek aurat ke dimag ko kabhi hara nehi shakte” এই সম্মান টা যিনি দেন তিনিই আসল পুরুষ মানুষ।
“মাসে চারটে napkin চেঞ্জ করে এত বড় বড় কথা বলো” (Dialogue : Animal) এটা manliness এর পরিচয় নয়। বরং হাস্যকর।

এবার আপনাদের চয়েজ আপনারা কি দেখবেন। After all Education is yours.

আরো পড়ুন,

প্রভাসের ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘ সালার’ এর সামনে কি উড়ে যাবে শাহরুখের ‘Dunki’ ?

Share This Article