The Freelancer Part 2 Review, Story:নীরজ পাণ্ডের বছরের শ্রেষ্ঠ রুদ্ধশ্বাস থ্রিলার!

sudiproy877
7 Min Read

The Freelancer Part 2 Review: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত বান্দওয়ালা বিদেশী দুতাবাসের নিরাপত্তা এলাকায় মার্কিন যুক্তরাষ্টের দুতাবাসের সামনে একজন অজানা ব্যাক্তি একটা কালো স্করপিও SUV নিয়ে এসে দাঁড়ায়। সে কিছুক্ষন দুতাবাসের কর্মী আর সুরক্ষা বাহিনীদের গতিবিধি লক্ষ করে। তারপর তার সাথে থাকা AK-৪৭ আসাল্ট রাইফেল ও বেরেটটা M-৮২ পিস্তল তাকে ভালোভাবে দেখে নেয়। এরপর সে তার স্করপিও টা দ্রুত গতিতে চালিয়ে মার্কিন দুতাবাসের সামনের সুরক্ষা বলয় ভেঙে ভেতরের ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। মার্কিন দুতাবাসের দায়িত্বে থাকা মহারাষ্ট্র পুলিশের ও RAF জওয়ান রা তার গাড়ির ওপর স্বয়ংক্রিয় রাইফেল দ্বারা গুলি চালায় যাতে তার SUV টি দুতাবাসের ক্যাম্পাসের মূল সদরের আগেই দাঁড়িয়ে যায়।এরপর সেই অজানা ব্যাক্তি তার গাড়ি থেকে নেমে তার পিস্তল দিয়ে পুলিশের দিকে গুলি করতে গেলে তাকে সেখানে হত্যা করে মহারাষ্ট্র পুলিশ ও ভারতীয় RAF জওয়ান রা। পরে মহারাষ্ট্র পুলিশের বোম্ব স্কোয়াড তার গাড়ি থেকে কোনও বোম্ব বা IED খুঁজে পায়না এমনকি পুলিশ বা CRPF জওয়ান রা তার পিস্তল/রাইফেলের ম্যাগাজিন ও খালি পায়।এই ঘটনা ভারত ও মার্কিন সরকার কে ধন্দে ফেলে ওই ব্যাক্তির উদ্দেশ্য সম্পর্কে।সে কী পুলিশের গুলির সামনে আত্মহত্যা করতে চেয়েছিল না কোনও বড় মেসেজ দিতে চাইছিল?

The Freelancer Web Series Part 2 Review

ওপর দিকে ভারতের মুম্বাই শহরের পুলিশ বাহিনীর এনকাউন্টার ও পরে ATS ডিপার্টমেন্টের প্রাক্তন অফিসার অভিনাশ কামাথ তার মানসিক ভাবে অসুস্থ স্ত্রী মৃনুলের সাথে দেখা করে ফেরার পথে তার মেন্টার আরিফ খানের(যে নিজে একজন প্রাক্তন ভারতীয় RAW এজেন্ট) যে তার পুরানো বন্ধু ও মুম্বাই পুলিশের প্রাক্তন ATS অফিসার ইনয়াত খান রহস্যজনক ভাবে পুনে তে মার্কিন দুতাবাসের সামনে পুলিশ ও RAF জওয়ানদের সামনে গুলিতে নিহত হয়েছে।

The Freelancer Web Series Story

এরপর ফ্ল্যাশব্যাকে দর্শক রা জানতে পারে যে অভিনাশ ও ইনায়াত দুজন একসাথে IPS পরীক্ষায় সফল হয়ে ভারতের মহারাষ্ট্র পুলিশ বাহিনী তে যোগ দেয়। তাদের কর্মদক্ষতার জন্য দ্রুত এনকাউন্টার বিভাগ থেকে মহারাষ্ট্র পুলিশ বাহিনী তাদের ATS অর্থাৎ এন্টি টেররিজম স্কোয়াড এ নিযুক্ত করে।২০২১ সালে মুম্বাই শহরের বাঁন্দ্রা এলাকা তে মুম্বাই পুলিশ ATSCrime Branch এর কিছু অস্ত্র পাচারকারি দের বিরুদ্ধে একটা যৌথ অভিযানে অফিসার ইনায়াত, অভিনাশের জীবন বাঁচায় কিছু সন্ত্রাসবাদীর হাত থেকে।ওই অভিযানে মুম্বাই পুলিশ Crime Branch ও ATS অনেক আধুনিক অস্ত্র, গ্রেনাড ও রকেট লঞ্চর উদ্ধার করে যা লস্কর সন্ত্রাসবাদী দের দেওয়ার উদ্দেশ্যে জোগাড় করা হচ্ছিলো।

The Freelancer Part 2 Cast

IMDb Rating – 8/10

এই অভিযানের জন্য ইনায়াত ও অভিনাশ দুজনেই মহারাষ্ট্র ও ভারত সরকার হতে প্রেসিডেন্সিয়াল ও পুলিশ Courage মেডেল দ্বারা পুরস্কৃত হয়। কিন্তু দেশের বাকি পুলিশ বা সেনা বাহিনীর মত তাদের কেও একসময় রাজনৈতিক শক্তির সামনে চাপে পড়তে হয়। কিন্তু তারা মাথা নত না করে তাদের চাকরি ছেড়ে চলে আসে। ইনায়াত একটা কার্পেট ব্যবসা শুরু করে আর অভিনাশ শুরু করে বেসরকারি সামরিক সেনা ভাড়া দেওয়ার ব্যবসা যার নাম সে দেয় Freelancer।তার মেন্টর হয় তার বাবার এক পুরানো বন্ধু ও প্রাক্তন RAW এজেন্ট আরিফ খান।

আরো পড়ুন,

অবাক করা 10 টি আপডেট টক্সিক সিনেমার, নতুন চমক নিয়ে পর্দায় আসছে রকি ভাই ‘ ইয়াশ ‘

রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য

সব কিছু ঠিকঠাক চলতে থাকে। এর একবছর পর, ইনায়াত আর তার স্ত্রী সাবিনা ঠিক করে তাদের মেয়ে আলিয়ার বিয়ে দেবে নয়দার এক সম্ভ্রন্ত ব্যাবসাহী মুসলিম পরিবারে।ইনায়াত তার মেয়ের বিয়ে দেয় ফজল ব্যাবসাহী পরিবারে।ইতিমধ্যে অভিনাশ তার Freelancer দলের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা যেমন CIA, MI৬, FSB বা Mossad কে সাহায্য করে বেশ অর্থ ও খ্যাতি করে ফেলেছে। কিন্তু ইনায়াতের মেয়ের বিয়ের পর তার জীবন ঠিক গেলো না।

খুব দ্রুত ফজল পরিবার এক মুসলিম রেডিক্যালিজেড মৌলবীর সংস্পর্শে আসে যার ভাবধারাই অনুপ্রাণিত হয়ে তারা ঠিক করে ভারত ছেড়ে চলে যাবে ও সৌদি আরব বা আরব আমিরশাহী হয়ে সিরিয়া তে গিয়ে ISIS জিহাদী সংঘঠনে যোগ দেবে। তারা আলিয়া কেও তাদের সাথে নিয়ে যায় এই বলে যে তারা ব্যাবসার কাজে সৌদি আরব যাচ্ছে। কিন্তু গন্তব্যে পৌছনোর পর আলিয়া ভুজতে পারে সে জিহাদী সন্ত্রাসবাদী দের কবলে ও তাদের কবল হতে বেরোতে চায়।সে সুস্থ স্বাভাবিক পরিবেশে বাঁচতে চায়।

যখন এই খবর অভিনাশ, ইনায়াতের স্ত্রী সাবিনার দ্বারা জানতে পারে সে ঠিক করে এবার সে সিরিয়া তে গিয়ে আলিয়া কে উদ্ধার করবে ISIS এর হাত থেকে তার জন্য তাকে যাই করতে হয়।

Freelancer প্রথম ভারতীয় সিরিজ বা সিনেমা যেখানে ISIS কে বড় গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। এটাও দেখানো হয়েছে ২০১৮ সালের পর কী করে এই বড় জিহাদী সন্ত্রাসবাদী দল টি আবার মধ্য প্রাচ্ছ সহ আফ্রিকা বা এশিয়া তে তাদের জায়গা ফিরে পেতে চাইছে। এবং এর জন্য তারা US বা NATO দেশ গুলির বিরুদ্ধে বড় যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে। এতদিন ভারতীয় সিরিজ বা সিনেমা গুলির মূল বিষয় ছিল পাকিস্তান ভিত্তিক লস্কর বা জৈশ জিহাদী সন্ত্রাসবাদী দল গুলি কিন্তু ISIS খুব দ্রুত ভারতের বিরুদ্ধে একটা বড় সমস্যা সৃষ্টি করতে চলেছে। Freelancer এ US বা NATO দেশ গুলির বর্তমান সময় চলা বিশ্ব জিহাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও তার পরিপ্রেক্ষিতে খারাপ মুসলিম-ভালো মুসলিম পার্থক্য টাও তুলে ধরা হয়েছে। Freelancer সিনেমা টি সুইডিশ/মার্কিনি সিরিজ Caliphate ও ভারতীয় গোয়া পুলিশের ATS অফিসার শিরিশ থোৱাটের লেখা বই A Ticket To Syria; The Story About ISIS In Maldives, Sri Lanka, Bangladesh & India থেকে অনুপ্রাণিত।

Trailer

The Freelancer Full Series Download & Watch Online

Disney + Hotstar এ রিলিজ হয়েছে এই সিরিজের Season 1 ও Season 2। রুদ্ধশ্বাস এই সিরিজ অবশ্যই দেখুন, ভালো লাগবে । আর যাদের হটস্টার এর subscription তাদের নিশ্চই বলতে হবে না, যে কোথায় দেখতে পাবেন । 😄

আরো পড়ুন,

Animal Movie: রক্তে রাঙা এত জঘন্য সিনেমা বানানোর মানে কি ? অ্যানিমাল ছবি বিতর্কে বললেন এই পরিচালক

দেব, সৌমিতৃষার রোমান্স শুরু ‘হয়েছে কি বলি শোন’ গান দিয়ে!

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.