Hoyechhe Ki Boli Shon Song Out: সম্প্রতি মুক্তি পেলো দেব অভিনীত ছবি ‘ প্রধান ‘ এর নতুন গান । হয়েছে কি বলি শোন গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও পাপন । গানের সুর করেছেন বাংলার বিখ্যাত সুরকার শান্তুনু মৈত্র । গানের কথা লিখেছেন প্রসেন ।
Hoyechhe Ki Boli Shon Song By Shreya Ghoshal
আগামী 21 সে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব – পরান বন্দোপাধ্যায় জুটির এই ছবি । পরিচালনা করেছেন পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen) ।
দেব, পরান বন্দোপাধ্যায় ও অভিজিৎ সেনের জুটি এর আগে ‘ টনিক ‘ এর সিনেমা বানিয়ে বাংলা বক্স অফিসে বিরাট ব্যাবসা করেছিলো ।
সেই রেকর্ডের পর আবার এই জুটির কাজ দেখতে কিন্তু মরিয়া দর্শক ।
টনিক একটি ঘরোয়া সামাজিক গল্প হলেও প্রধান সিনেমার গল্প কিন্তু অনেক টাই কমার্শিয়াল ।
এখানে পারিবারিক গল্পের সঙ্গে রয়েছে সমাজের বাস্তব সমস্যার চিত্র ।
দেবকে অনেকদিন বাদে পুলিশের চরিত্রে দেখতে পাওয়া যাবে । দেবের বিপরীতে অভিনয় করছেন সৌমিতৃষা । এর আগে সৌমীতৃষা টেলিভিশনে সিরিয়ালে অভিনয় করেছে।
এবারে তার রুপোলি পর্দায় ডেবিউ ।
অভিনেতা সোহম কেও দেখতে পাওয়া যাবে আরেক পুলিশ চরিত্রে ।
এই সিনেমার অন্যতম পাওনা হলো অনির্বাণ চক্রবর্তীকে আমরা প্রথমবার খলনায়কের চরিত্রে দেখতে চলেছি ।
আরো পড়ুন, Hoyechhe Boli Ki Shon Lyrics
হয়েছে কি বলি শোন গানের প্রসঙ্গে বলতে গেলে Shreya Ghoshal (শ্রেয়া ঘোষাল, পাপন ) জুটি আবারো প্রমাণ করলো কেন তারা সেরা ।
শীতের এই মরশুমে অনেকের প্লে লিস্টে কিন্তু যোগ হতে চলেছে এই গানটি ।
গানটির বিভিন্ন দৃশ্য শুট করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় । চা বাগান আর সবুজে ভরা দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে । সেই সঙ্গে দেব – সৌমীতৃষা নতুন জুটি দর্শকদের বেশ পছন্দ হবে, এমনটাই মনে করছে টিম ‘ প্রধান ‘
Hoyechhe Ki Boli Shon Video Song
রাতারাতি জাতীয় ক্রাশ তৃপ্তি, অ্যানিমালের বোল্ড সিন কিভাবে বদলে দিয়েছে তার জীবন? রইলো তার তথ্য
বাংলাদেশে ‘তুফান’ নিয়ে আসছে শাকিব – রায়হান জুটি, জানুন বিস্তারিত