গত কয়েক বছর তেমন একটা ভালো যায়নি এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নায়ক শাকিব খান এর (Shakib Khan)। যতগুলো সিনেমা তার মুক্তি পেয়েছে বেশিরভাগ ই সাফল্যের মুখ দেখেনি । অবশ্য চলতি বছরে তার প্রিয়তমা বক্স অফিসে ভালোই ব্যাবসা করেছিলো। দর্শকদের মাঝেও বেশ জনপ্রিয় হয়েছিলো এই সিনেমার গান । বিশেষত সিনেমার শেষভাগে শাকিব খানের বৃদ্ধ বয়সের লুক । যদিও আরফান নিশোর ‘ সুড়ঙ্গ ‘ ছবি একই দিনে মুক্তি পাওয়াতে কিছুটা ব্যাবসায়িক ক্ষতি হয়েছিলো প্রিয়তমা সিনেমার ।
রায়হান রাফি শাকিব খান
গতকাল ঘোষনা হয়ে গেলো তার নতুন ছবি তুফানের । বিগ বাজেটের এই ছবিতে শাকিব খানকে Action Hero হিসেবে দেখতে পাওয়া যাবে । বড় প্রযোজক, বড় ব্যানার, বড় পরিচালক, বড় নায়ক – কি নেই এই সিনেমার প্যাকেজে? সবকিছু ঠিক চললে রুপোলি পর্দায় তুফান নিয়ে আসতে চলছে এই সিনেমাটি ।
শাকিব খানের নতুন ছবি
শাকিব খান এবার জুটি বাঁধতে চলেছেন বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম সফল পরিচালক রায়হান রাফির সঙ্গে । বর্তমান সময়ে রায়হান রাফির বেশ কিছু কাজ ব্যাপক সফল হয়েছে। এক প্রেস কনফারেন্স এই ছবির এক প্রযোজক জানান, শাকিব – রায়হান জুটির মাধ্যমে বাংলাদেশে সিনেমার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দ্দুই বাংলার যৌথ প্রযোজনায় এই ছবি হতে চলেছে। চরকি (Chorki) এসভিফ ফিল্মস (SVF Films) ও আলফা আই এই ছবি একসঙ্গে প্রযোজনা করতে চলেছে।
শাকিব খানের নতুন ছবি ‘তুফান’
“প্রেমিক” কিংবা “অভিনেতা” নয়,
রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত সিনেমার নাম হবে “তুফান“।
এর আগে ১৯৭৮ সালে একই নামে একটি সিনেমা নির্মিত হয়েছিল ঢালিউডে, যার শ্রেষ্ঠাংশে ছিলেন কিংবদন্তী অভিনেতা ওয়াসিম এবং চলচ্চিত্র সম্রাজ্ঞী শাবানা ৷ সিনেমাটি সে বছরের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ছিল।
রায়হান রাফি পরিচালিত “তুফান” আগামী ঈদুল আযহায় বক্স অফিসে তুফান চালিয়ে সব রেকর্ড ভেঙে দিবে এমনটাই প্রত্যাশা৷